নাম : হাজার বছরের বাঙালি সংস্কৃতি
লেখক : গোলাম মুরশিদ
প্রকাশনী : অবসর প্রকাশনা সংস্থা
ধরণ : ননফিকশন, সভ্যতা, কৃষ্টি
মূল্য : ৳ ৫০০
দেশ : বাংলাদেশ
ভাষা, সাহিত্য, সংগীত, চারুকলা, স্থাপত্য, অভিনয় ইত্যাদি অঙ্গপ্রতঙ্গের যোগসাজশে গঠিত হয় একটি সংস্কৃতির শরীর। ধর্ম, লোকাচার, সামাজিক মূল্যবোধ, পোশাক-আশাক, চাল-চলন, নীতি-নৈতিকতা সংস্কৃতি থেকে আসে। সংস্কৃতিই মানুষকে নিয়ন্ত্রন করে। বাঙালিও একটি সংস্কৃতি। আমাদের সংস্কৃতি। এটা নিয়ে কতটুকুই বা জানি? আমাদের সংস্কৃতি মূলত বিবিধ বৈচিত্রতায় সমন্বিত। বক্ষ্যমাণ গ্রন্থে সেসব বিচিত্র দিক সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়েছে। বাঙালিত্ব কোথায়, এর যাত্রা কোথায় কবে থেকে শুরু, বাঙালির বৈশিষ্ট্য ও স্বরূপ উন্মোচন ইত্যাদিও দেখানো হয়েছে। আরো দেখানো হয়েছে রাজনৈতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সংস্কৃতির অঙ্গপ্রতঙ্গের বিবর্তন ও বহিঃপ্রকাশ এবং সংস্কৃতির গঠন ও বিকাশে আমাদের মতো পাবলিকের ভূমিকা।
বইটি বাংলা ভাষায় রচিত বাংলা সংস্কৃতির প্রথম পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ বর্ণনা। প্রতিটি বাঙালির জন্য মাস্ট রিড যদি নিজের জাত সম্পর্কে পূর্ণাঙ্গ পরিচিতি লাভ করতে চায়।
রিভিউটি লিখেছেনঃ Afzal Munna
0 Comments
আপনার মতামত লিখুন।