গ্লানির্ভবতি ভারত - দেবারতি মুখোপাধ্যায়
দীপ প্রকাশন।
রুদ্র-প্রিয়ম সিরিজ।
এই উপন্যাস টি রুদ্র-প্রিয়ম সিরিজের চতুর্থ উপন্যাস এবং একটি থ্রিলার উপন্যাস।
আমরা রুদ্র-প্রিয়ম সিরিজের তৃতীয় উপন্যাসের শেষে দেখি যে রুদ্র ব্যাঙ্কের চাকরি ছেড়ে দেয়। এবং এই উপন্যাসে জানতে পারি রুদ্র সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে অ্যাডিশনাল এস পি পদে যোগ দেন শ্রীরামপুরে।
এই উপন্যাস টি শুরু হয় ত্রিবেদীর এক সাইবার ক্যাফে মালিকের খুন দিয়ে তারপর খুন হতে থাকে চন্দননগর, বৈদ্যবাটি, চুঁচুড়া, কোন্নগর প্রভৃতি জায়গার একের পর এক ব্যবসায়ী এবং এর তদন্তভার এসে পরে রুদ্র অর্থাৎ রুদ্রানী সিংহরায়ের উপর। রুদ্র কি খুঁজে পাবে খুনিকে আদেও ধরতে পারবে খুনিকে এটা জানার জন্য পড়তে হবে বইটি।
এই খুনের তদন্ত করতে করতে খোঁজ পায় এক রহস্য সম্প্রদায়ের, আমেরিকার আমীশ সম্প্রদায়ের মতো মধ্যযুগীয় বৈদিক সম্প্রদায়। যারা মনে প্রানে বিশ্বাস করে আধুনিকতা, বিজ্ঞান প্রযুক্তি পাপ। যারা এই সময়েও মধ্যযুগের মতো জীবন যাপন করেন।
এই উপন্যাসে আমরা খোঁজ পাই অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ বাঙালি, অসামান্য শ্রুতিধর পন্ডিত শ্রী জগন্নাথ তর্কপঞ্চানন এর। এবং শোনা যায় তিনি ১১২ বছর পর্যন্ত বেঁচে ছিলেন।
ইতিহাস ও পুরাণ আশ্রিত এই থ্রিলার উপন্যাস টি পড়তে ভালোই লাগবে।
ধন্যবাদ।
রিভিউটি লিখেছেনঃ S B M
গ্লানির্ভবতি ভারত - দেবারতি মুখোপাধ্যায় এর আরো একটি রিভিউঃ
এই উপন্যাস টি রুদ্র-প্রিয়ম সিরিজের চতুর্থ উপন্যাস এবং একটি থ্রিলার উপন্যাস।
আমরা রুদ্র-প্রিয়ম সিরিজের তৃতীয় উপন্যাসের শেষে দেখি যে রুদ্র ব্যাঙ্কের চাকরি ছেড়ে দেয়। এবং এই উপন্যাসে জানতে পারি রুদ্র সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে অ্যাডিশনাল এস পি পদে যোগ দেন শ্রীরামপুরে।
এই উপন্যাস টি শুরু হয় ত্রিবেদীর এক সাইবার ক্যাফে মালিকের খুন দিয়ে তারপর খুন হতে থাকে চন্দননগর, বৈদ্যবাটি, চুঁচুড়া, কোন্নগর প্রভৃতি জায়গার একের পর এক ব্যবসায়ী এবং এর তদন্তভার এসে পরে রুদ্র অর্থাৎ রুদ্রানী সিংহরায়ের উপর। রুদ্র কি খুঁজে পাবে খুনিকে আদেও ধরতে পারবে খুনিকে এটা জানার জন্য পড়তে হবে বইটি।
এই খুনের তদন্ত করতে করতে খোঁজ পায় এক রহস্য সম্প্রদায়ের, আমেরিকার আমীশ সম্প্রদায়ের মতো মধ্যযুগীয় বৈদিক সম্প্রদায়। যারা মনে প্রানে বিশ্বাস করে আধুনিকতা, বিজ্ঞান প্রযুক্তি পাপ। যারা এই সময়েও মধ্যযুগের মতো জীবন যাপন করেন।
এই উপন্যাসে আমরা খোঁজ পাই অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ বাঙালি, অসামান্য শ্রুতিধর পন্ডিত শ্রী জগন্নাথ তর্কপঞ্চানন এর। এবং শোনা যায় তিনি ১১২ বছর পর্যন্ত বেঁচে ছিলেন।
ইতিহাস ও পুরাণ আশ্রিত এই থ্রিলার উপন্যাস টি পড়তে ভালোই লাগবে।
ধন্যবাদ।
0 Comments
আপনার মতামত লিখুন।