ঘড়ির কাঁটা - নারায়ণ সান্যাল Gharir Kata by Narayan Sanyal

ঘড়ির কাঁটা - নারায়ণ সান্যাল Gharir Kata by Narayan Sanyal

বই: ঘড়ির কাঁটা (কাঁটায় কাঁটায় ১) 
লেখক: নারায়ণ সান্যাল 
প্রকাশক ও মূদ্রক: দে’জ পাবলিশিং 
মূল্য: ২৫০ টাকা। 


সাংবাদিক কমলেশ মিত্র তাঁর বান্ধবী মীনাক্ষীকে দিয়ে ফোন করিয়ে নিজের বন্ধু ডঃ প্রকাশ সেনগুপ্তকে ডেকে পাঠান হোটেল হিন্দুস্তানে। সময়মতো হোটেলে পৌঁছে, রিসেপশন থেকে প্রকাশ পান একটি খাম, যার মধ্যে রয়েছে সেই হোটেলেরই ৫২৮ নম্বর ঘরের চাবি। কৌতূহল নিরসন করবার জন্যে প্রকাশ চাবি দিয়ে ৫২৮ নম্বর ঘর খুলে কমলেশ বা মীনাক্ষী কাউকেই দেখতে পান না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করবার পর হতাশ হয়ে তিনি হোটেল থেকে বেরিয়ে এসে নিজের গাড়িতে উঠেই সীটের নিচ থেকে একটা পয়েন্ট টু টু বোরের রিভলবার খুঁজে পান, যা থেকে সদ্য গুলি ছোঁড়া হয়েছে। কেউ তাকে বিশ্রীভাবে ফাঁসাতে চাইছে অনুমান করে প্রকাশ ছুটে আসেন প্রখ্যাত ব্যারিস্টার প্রসন্ন কুমার বাসুর কাছে। বাসুসাহেব অতঃপর হিন্দুস্তান হোটেলের ৫২৮ নম্বর ঘরের বাথরুম থেকে একটি মৃতদেহ আবিষ্কার করেন। ঘটনাচক্রে জানা যায়, মৃতদেহটি কমলেশ মিত্রের অথচ ঘরটি বুক করা হয়েছিলো জনৈক পি.কে.মৈত্রের নামে। 
এককের পর এক চমকপ্রদ ঘটনা, ঘাত-প্রতিঘাত ও ঘড়ির সময়কাল বিশ্লেষণ করে বাসুসাহেবের তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত তদন্ত তথা আদালতে সওয়াল জবাবের পর অপরাধী চিহ্নিত হলেও তাকে গ্রেপ্তার করা কি সম্ভব হবে? 
ওয়েস্ট বেঙ্গল স্টেট লটারীর প্রথম পুরস্কারই বা কে জিতেছিলো? 
প্রশ্নের উত্তর পেতে গেলে পড়তেই হবে, শ্রী নারায়ণ সান্যালের রোমাঞ্চকর উপন্যাস “ঘড়ির কাঁটা”।
পর্যালোচকের রেটিং: ৯/১০

রিভিউটি লিখেছেনঃ 

Post a Comment

0 Comments