ফ্লাইট্র্যাপ - অঙ্কিতা রায়

ফ্লাইট্র্যাপ - অঙ্কিতা রায়

উপন্যাস- ফ্লাইট্র্যাপ 
লেখিকা- অঙ্কিতা রায় 
রেটিং- 2/10 

ঘর সাজানোর জন্য লিপিকা আর তার স্বামী ইন্দ্র কেনে একটি ফ্লাইট্র্যাপ গাছ। গাছটা অস্বাভাবিক গতিতে বেড়ে উঠছে । ওদিকে  লিপিকার পোষা বেড়াল মিনিকে কে যেন খুবলে খেয়ে গেছে । ফ্লাইট্র্যাপ এর কাঁটায় কেন রক্ত লেগে ?! কি রহস্য লুকিয়ে আছে?! 

পড়ে ফেললাম শারদীয় নভোরজ ১৪২৯ এ প্রকাশিত সায়েন্স ফিকশন উপন্যাস ফ্লাইট্র্যাপ।  এই গল্পটি পড়তে গেলে শ্রদ্ধেয় সত্যজিৎ রায়ের "সেপ্টোপাসের খিদে" গল্পটি মনে পড়তে বাধ্য। বিশেষত লেখিকা নিজেই যেখানে গল্পটির কথা উল্লেখ করেছেন এই উপন্যাসে।  যদিও দুটি গল্পের মিল ওইটুকুই।  
এই উপন্যাসে ব্যাপারটা আরো ভয়ঙ্কর পরিস্থিতি রূপে দেখানো হয়েছে।  
উপন্যাসটি মোটামুটি লেগেছে।  
একটি ব্যাপার অত্যন্ত অবাস্তব লেগেছে। একজন অন্ত্বঃসত্ত্বা মহিলা কিভাবে ব্যালকনির দেওয়াল টপকে নীচে নামেন সেটা আমার ধারণার বাইরে । আমি যতদূর জানি একজন গর্ভবতীর কাছে তার সন্তান এর সুরক্ষাই সবথেকে গুরুত্বপূর্ণ হয় । 
যাই হোক মোটামুটির উপর উপন্যাসটি ভালোই। পড়তে পারেন। 

Post a Comment

0 Comments