একাদশ ইন্দ্রিয় - রূপক সাহা Ekadash Indriya by Rupak Saha

একাদশ ইন্দ্রিয় - রূপক সাহা Ekadash Indriya by Rupak Saha

নাম - একাদশ ইন্দ্রিয়
লেখক - রূপক সাহা
প্রকাশনী - আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
ধরণ - প্রেম
মুদ্রিত মূল্য - ৬৫ টাকা
দেশ - ভারত


বই এর প্রধান চরিত্র ঋচীক বসু পেশায় একজন প্রোমোটার। তাই সারাক্ষণ নানারকম ব্যস্ততা লেগেই থাকে। পাশাপাশি পরিবার, বন্ধুবান্ধব নিয়ে জীবন। হঠাৎই একদিন রাতে ট্রেনে তার সাথে আলাপ হয় মুনমুন নামে একটি মেয়ের। মেয়েটিকে সে আত্মহত্যা করার থেকে বাঁচায় এবং জানতে পারে মেয়েটি মানসিক রোগী। ধীরে ধীরে মুনমুনকে ভালোবেসে ফেলে ঋচীক। এক মেন্টাল নার্সিংহোমে যাতায়াত শুরু হয় তার। সেখানে নানারকম মানুষ দেখে তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে পড়ে ঋচীক। এইভাবেই গল্প এগোতে থাকে। হঠাৎই তার কাজের জায়গায় তার এক বন্ধুর বিশ্বাসঘাতকতা এবং পাশাপাশি পারিবারিক কিছু সমস্যা তাকে নানাদিক থেকে মানসিকভাবে বিপর্যস্ত করে দেয়। ক্রমশ যেন সে নিজেই মানসিক রোগীতে পরিণত হতে থাকে।

                      বইটির অধিকাংশ জুড়ে সাইকোথেরাপি বিষয়ে আলোচনা রয়েছে এবং বেশ কিছু মানসিক রোগের প্রকারভেদ সম্পর্কে জানা যায়। বইটি পড়ার সময় মাঝে অল্প কিছু জায়গা একটু বাড়তি মনে হয়েছে, কিন্তু পুরোটা মিলিয়ে বেশ ভালো।

Post a Comment

0 Comments