এবং ইনকুইজিশন
অভীক সরকার
শোধ, রক্তফলক, ভোগ, ইনকুইজিশন এই চারটি গল্প নিয়ে নির্মিত এই সংকলন এবং এই চারটি গল্পের মূলত বিষয় হল তন্ত্র, মন্ত্র ও অতিপ্রাকৃতিক বিষয় সমূহ । লেখক অভীক সরকার চারটি গল্পই অতি সুন্দর ও নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন। কয়েকটি গল্পে ৫০০/১০০০ বছর আগের ইতিহাসের ছোঁয়া ও পাবেন , যদিও তার কিছুটা সত্য ও বাকিটা লেখকের কল্পনা।
ভোগ ও শোধ গল্প Sunday Suspense এ শোনেননি এমন মানুষ বোধহয় খুব কমজন আছেন। এই দুই গল্পের সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই।
রক্তফলক গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য, গল্পটার তেমন কোনো বিশেষত্ব নেই, মোটামুটি ভালো গল্প। ১০০০ বছর ধরে চলে আসা একটা অভিশাপ গল্পের মূল বিষয়বস্তু।
এবার আসি "ইনকুইজিশন" গল্পে, যে গল্পের নামানুসারে বইটির নামকরণ। যদিও এই গল্পটিও প্রাপ্তবয়স্কদের জন্য তবে গল্পটাকে অসাধারণ বললেও বোধহয় কম বলা হবে। কাহিনী এক পর্তুগিজ পরিবারের, ১৫০০ শতাব্দীর শেষের দিকের কাহিনী, যখন পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা গোয়া দখল করেন সেই সময়কাল থেকেই এই কাহিনীর সূত্রপাত। শতকের পর শতক ধরে চলে আসা এক ভয়ঙ্কর অভিশাপের কাহিনী এটি।
পরিশেষে বলতেই হয় ভালোবাসা হল পৃথিবীর সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু।
এই চারটি গল্প পড়ে আমার ও দৃঢ় বিশ্বাস জন্মে গেছে এই বাক্যটার প্রতি।
কোনোকালেই লেখার অভ্যাস নেই তাবু আনাড়ি হাতে চেষ্টা করলাম। মতামত সাদরে গ্রহণীয়।
রিভিউটি লিখেছেনঃ কৌশিক
বই : এবং ইনকুইজিশন
লেখক : অভীক সরকার
তন্ত্র-মন্ত্র, তান্ত্রিক, ব্লাক ম্যাজিক সম্পর্কিত চারটি গল্পের-ই কোনো এক পর্যায়ে ভায়াবহ রকমের বীভৎসতার দেখা পাওয়া যায়। প্রতিটা গল্পে আমার মিশ্র প্রতিক্রিয়া আছে। কোনোটা বেশি ভালো লেগেছে আবার কোনোটা কম। আরেকটা বিষয় খেয়াল করলাম, যে অংশটুকু রাতে পড়েছি, সে অংশটাতে মনে হয় বেশি ভয় লেগেছে। আর দিনে পড়ার সময় তেমন কিছু অনুভূত হয়নি।সবমিলিয়ে অভিজ্ঞতাটা মোটামুটি ভালোই বলা চলে। তাই হরর জনরা পছন্দ হলে বইটা পড়ে দেখতেই পারেন।
পার্সোনাল রেটিং : ৩.৫/৫
হ্যাপি রিডিং
রিভিউটি লিখেছেনঃ মুন
রিভিউটি লিখেছেনঃ টিনটিন
এবং ইনকুইজিশন
লেখক - অভীক সরকার
তারানাথ তান্ত্রিক উত্তর যুগে যদি তন্ত্র নিয়ে কোনো সফল লেখা থেকে থাকে তাহলে এই বইটি তাদের মধ্য অন্যতম।
এই বইটিতে ৪ টি লেখা রয়েছে। লেখক ইতিহাস এবং কল্পনা এত সুন্দরভাবে মিশিয়েছেন যে তা কখনো কখনো ইতিহাস হিসেবে ভ্রম হয়।
তন্ত্র সম্পর্কে লেখকের অনুভব, এবং তন্ত্রের বিভীষিকা এবং মানবকল্যাণকারি দিক গুলি অনবদ্য ভাবে ফুটে উঠেছে।
প্রতিটি গল্পে বিভীষিকা, রহস্য এত সুন্দর ভাবে উপস্থাপিত হয়েছে যে তা কখনোই চাপিয়ে দেওয়া মনে হয় নি।
" ভালোবাসাই আসল তন্ত্র" - কৃষ্ণানন্দ আগমবাগীশ এর সময় ভ্রমণকারী হিসেবে উপস্থিতি প্রতিটি গল্পকে করে তুলেছে অনন্য । বাংলা সাহিত্যে তন্ত্র নিয়ে লেখা ফিকশন বইগুলির মধ্য এই বইটি চিরকাল একটা মাইলস্টোন হিসেবে থাকবে।
এবং ইনকুইজিশন
লেখক : অভীক সরকার
আগেই ভোগ আর শোধ শোনা ছিল। এখানে বাকি দুটো গল্প রক্তফলক আর inquisition টা পড়লাম।
Mixed প্রতিক্রিয়া। রক্তফলোক গল্পটা খুবই ইনফরমেশন overdose হয়ে গেছে বলেই মনে হলো। অনেক জায়গাই ট্রিম করা যেতে পারতো। যেমন একদম লাস্টে টেনিয়া আর তিতলির ওই প্লট টা না রাখলেও হতো। একবার অবশ্যই পড়তে পারেন মন্দ লাগবে না। কয়েকবার ধৈর্য্য চুতি হতে পারে অবশ্য।
সব থেকে ভালো inquisition। গল্পটা অনেক ভালো। গল্পের সময়কাল অনেকটা জুড়ে সেই 1500 থেকে 2018। প্রাচীন অভিশাপ অ্যাকশন থ্রিলার মিলে মিশে একাকার। যথেষ্ট গ্রিপিং। Must read
পরিশেষে বলব
Be good to this world, the world will be good to you.
মানুষ কে ভালোবাসতে হলে কোনো magic জানার দরকার পড়ে না কারণ ....................
রিভিউটি লিখেছেনঃ জটায়ু
0 Comments
আপনার মতামত লিখুন।