প্রকাশক: বেনজিন প্রকাশন
মূল লেখক: ব্রাম স্টোকার
অনুবাদক: লুৎফুল কায়সার
গত কয়েকদিনে পড়ে শেষ করলাম ব্রাম স্টোকরের কাল্ট ক্ল্যাসিক হরর থ্রিলার 'ড্রাকুলা'। সত্যি বলতে ৫৬০ পাতার এই সুবৃহৎ উপন্যাস পড়তে গিয়ে একটুও বোর হইনি। এক মুহূর্তও সাসপেন্স-এর কমতি ছিল না দীর্ঘ এই ভৌতিক নভেলের। বইটি মূলতঃ পত্রোপন্যাস আকারে লেখা হয়েছে। বিভিন্ন জনের লেখা ডায়েরির অংশ বিশেষ, বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন, বিভিন্ন জনের জবানবন্দি ইত্যাদি গল্পের অংশ বিশেষ হয়ে উঠেছে। এবং প্রতিটি খুঁটিনাটি পড়তে গিয়ে এক মুহূর্তও ক্লান্তি বা বিরক্তি আসেনি।
বাড়ি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে ড্রাকুলা কর্তৃক জোনাথন হারকারের ড্রাকুলার প্রাসাদে আমন্ত্রিত হওয়া এবং এই ড্রাকুলার প্রাসাদে থাকাকালীন জোনাথন হারকারের যে বীভৎস ভৌতিক অভিজ্ঞতা হয় তা নিয়েই উপন্যাসের প্রথম শতাধিক পৃষ্ঠার গল্প গড়ে উঠেছে। ড্রাকুলার প্রাসাদে থাকাকালীন জোনাথন হারকারের যে বীভৎস অভিজ্ঞতা হয় সেটাই আমার উপন্যাসের সব থেকে ভয়ের অংশ বলে মনে হয়েছে।
আমরা উপন্যাসের মাধ্যমে আরও পরিচিত হই জোনাথন হাররকারের প্রেমিকা মিনা ম্যুরে, তার বান্ধবী লুসি ওয়েস্টনরা, ডাক্তার সেওয়ার্ড, আর্থার হোমউড, কুইন্সি পি. মরিস, ভ্যান হেলসিংদের সঙ্গে।
উপন্যাসে ড্রাকুলার হাতে কিছু প্রিয় চরিত্রের মৃত্যু যেমন বিষণ্ণ করেছে মন। সেরকমই ড্রাকুলার বিরুদ্ধে বদলা নেওয়ার মানসিক কাঠিন্যও তৈরি করে দিয়েছে প্রিয় চরিত্রদের এই মৃত্যুগুলি। শেষ পর্য্যন্ত ড্রাকুলার বিরুদ্ধে লড়াইয়ে জোনাথন হারকার ও তার দলবল সফল হলো কিনা জানার জন্য পড়তেই হবে পৃথিবীর সবথেকে সফলতম পিশাচ কাহিনী ব্রাম স্টোকারের কালজয়ী উপন্যাস 'ড্রাকুলা'।
এর আগে আরও বেশ কিছু ড্রাকুলার অনুবাদ পড়ে থাকলেও সেগুলো মূলানুগ না হওয়ায় ও পূর্ণাঙ্গ না হওয়ায় মন ভরাতে ব্যর্থ হয়েছে। প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ পড়লাম এটাই এবং বাংলাদেশের সুঅনুবাদক লুৎফুল কায়সার এই ব্যাপারে সম্পূর্ণ সফল হয়েছে সেটা বলাই বাহুল্য। আমি মূল ইংরাজির সঙ্গে বেশ কিছুটা মিলিয়েও দেখেছি যে এই অনুবাদ সবথেকে মূলের কাছাকাছি। অনুবাদের ভাষা খুবই প্রাঞ্জল ছিল। বাংলাদেশের বেশ কিছু মৌলিক থ্রিলার এর আগে পড়া থাকায় নাস্তা, গোসল ইত্যাদি বাংলাদেশী শব্দের সঙ্গে আগে থেকেই পরিচিত হয়ে থাকায় এতটুকুও পড়তে বা বুঝতে অসুবিধা হয়নি।
সবাই আরও বেশি করে বই পড়ুন ও সুস্থ থাকুন এই কামনা করে আমার রিভিউটি শেষ করলাম।
রিভিউটি লিখেছেনঃ Comrade Castro
0 Comments
আপনার মতামত লিখুন।