ডট কম রহস্য - অনীশ দেব Dot Com Rohosy by Onish Dev

ডট কম রহস্য - অনীশ দেব Dot Com Rohosy by Onish Dev

বই - ডট কম রহস্য। 
লেখক - অনীশ দেব।
গল্প- আমার স্ত্রীর আততায়ী 

এই গল্পে কথক অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখতে পায় ফ্ল্যাটের দরজা খোলা এবং সারা ঘরের জিনিস পত্র লন্ড-ভন্ড এবং খানিক ক্ষন খোঁজা খুঁজির পর কথক তার স্ত্রী কে বিদ্ধস্ত অবস্থায় আবিস্কার করে খাটের তলা থেকে। তার কাছে আততায়ীর বর্ননা শুনে তাকে খোঁজার চেষ্টা করে। তারপর একে একে ডাক্তার, ফ্ল্যাটের আবাসিক রা এবং পুলিশ। কথক সবার মধ্যেই তার স্ত্রীর আততায়ী কে দেখতে পায়। কথক কি আততায়ী কে খুঁজে পাবে নাকি সমাজের সবাই তার স্ত্রীর আততায়ী?

এই গল্পে লেখক সমাজের এক বাস্তব রূপ তুলে ধরেছেন। আমার খুবই ভালো লেগেছে গল্পটা।

রিভিউটি লিখেছেনঃ S B M

বই - ডট কম রহস্য।
লেখক - অনীশ দেব।
উপন্যাস - অনিন্দ্যসুন্দরের অপমৃত্যু।

হটাৎ করেই খুন হলে রহস্য রোমাঞ্চ লেখক অনিন্দ্যসুন্দর চৌধুরী এবং স্বর্গে গিয়ে দাড়ালেন দেবদূত এর কাছে। তিনি তাদের কাছে জানতে চান তার খুনি কে। তখন তাকে পৃথিবীতে পাঠানো হয় ঠিক বারো ঘন্টার জন্য খুনের তদন্ত করতে। তারপর কি তিনি পারবেন তার খুনের তদন্ত করতে নাকি আগের মতোই হটাৎ করে খুন হয়েই স্বর্গে ফিরে আসবেন? জানতে হলে পড়তে হবে এই উপন্যাস টি।

এই উপন্যাস টি আমার খুব ভালো লেগেছে। এবং এর প্লট আমার কাছে নতুনত্ব লেগেছে। প্রতিটা চরিত্র খুব সুন্দর ভাবে বর্ননা রয়েছে। এবং সাধারণ গোয়েন্দা গল্পের যেমন খুন হওয়ার পর তদন্ত হয় কিন্তু এখানে খুন হওয়ার আগেই তদন্ত করা হয় খুনী কে ধরার জন্য। সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে উপন্যাস টি।

রেটিং - ৪.৫/৫

রিভিউটি লিখেছেনঃ S B M

Review
 বই : ডট কম রহস্য
লেখক : অনীশ দেব
এটি একটি অনেকগুলি থ্রিলার ছোট বড় গল্পের সংকলন। শ্রী অনীশ দেব বাংলা থ্রিলার বা রহস্য গল্প  এক নতুন মাত্র এনে দিয়েছেন। যদিও তিনি এখন আমাদের মধ্যে নেই। গল্প গুলি আরম্ভ করলে শেষ না করে উপায় নেই। প্রত্যেকটা গল্পই খুব সুন্দর এবং টানটান উত্তেজনা পূর্ণ। অনেকটা জেমস হ্যাডলি চেজ ঘরানার। আমার খুব ভালো লেগেছে আশা করি আপনাদের ও ভালো লাগবে। যদিও গল্পগুলি প্রাপ্ত মনস্ক ও প্রাপ্তবয়স্ক দের জন্য।
রেটিং : ৯/১০
রিভিউটি লিখেছেনঃ Suva

Post a Comment

0 Comments