দোর্দোবুরুর বাক্স- দেবজ্যোতি ভট্টাচার্য
বিষবৈদ্য সিরিজ 3
(1. বিষবৈদ্য ২. হারানো আবলুশ)
উত্তর ওয়াজিরিস্তান ছাড়িয়ে হিরিদায়ি পাহাড়শ্রেনী, সেই পাহাড়ের ভিতরে কোনো একটা জায়গায় আছে কালকঞ্জদের চিকাজাই শহর। সেই গোলকধাঁধার মধ্যে কারও সাধ্য নেই তাকে খুঁজে বের করে। শুধু কালকঞ্জরাই সেই পাহাড়ের পথ চেনে। এই কালকঞ্জদের হাতে এক মারণ অস্ত্র ছিল - বিষের ধোঁয়া, যা চামড়া দিয়ে ঢুকে মানুষ মেরে দেয়।এবার আসি বাক্সের প্রসঙ্গে।দোর্দোবুরুর বাক্স, আকাশের অপদেবতা হল দোর্দোবুরু।কি সেই বাক্সের রহস্য?
শেষটা খারাপ লাগেনি তবে গুহাপথের দিকে যাত্রার বিবরণ আমার ভালো লাগেনি,যেনো কোনো রোমাঞ্চ নাই। এটি অনেক আগেই, যখন আনন্দমেলা পত্রিকাতে প্রথম ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছিল তখনই পড়েছিলাম। তবে তখন ছোট বয়স টাই অত বুঝিনি। আজ আবার পড়লাম।
0 Comments
আপনার মতামত লিখুন।