ধন্য কলকেতা সহর : কৌশিক মজুমদার Dhonno Kolketa Sahar || Kaushik Majumdar

ধন্য কলকেতা সহর : কৌশিক মজুমদার Dhonno Kolketa Sahar || Kaushik Majumdar

ধন্য কলকেতা সহর 
লেখক : কৌশিক মজুমদার 
প্রকাশকাল : আগষ্ট ২০২২ 

সদ্য শেষ করে উঠলাম বইখানা। কোনো গল্প বা উপন্যাস নয়, কলকাতা শহরের ওপর লেখা প্রবন্ধ, তাও ব্রিটিশ আমলের প্রায়। আসলে কলকাতা শুরু থেকে কলকাতার সমস্ত যে ঐতিহ্য আমরা সাড়ম্বরে পালন করি, তার পিছনের ইতিহাস নিয়েই লেখা এই বই। এমন কিছু আহামরি তথ্য নেই যা, সবার অজানা, তবে যারা কলকাতা কে আরও ভালোভাবে জানতে চান, এটি পড়তে পারেন। 
এই বইয়ের একটা দোষ হচ্ছে এক তথ্য তিন-চার বার করে তিন চার জায়গায় বলা হয়েছে। আমার মতে প্রবন্ধ গুলি সংকলন করার সময় এটির দিকে নজর রাখা উচিত ছিল প্রকাশকের। এছাড়া আর মোটামুটি সব, বেশ ভালো। শব্দের মাধুর্যতাও  বেশ সুন্দর। 
পড়ে দেখতে পারেন চাইলে 🙏

Post a Comment

0 Comments