দশগ্রীব : সিদ্দিক আহমেদ Dashgreeb by Siddique Ahmed

দশগ্রীব : সিদ্দিক আহমেদ Dashgreeb by Siddique Ahmed

দশগ্রীব 
লেখক: সিদ্দিক আহমেদ 

এক প্রাচীন পুঁথির হারিয়ে যাওয়া পাতার হাত ধরে উঠে আসে এক অবিশ্বাস্য সত্য যা হাজার হাজার বছর ধরে লুকিয়ে ছিল কালের গর্ভে ।সেই পুঁথির রহস্য ভেদ করতে যুগে যুগে মানুষ ঝাঁপিয়ে পড়েছে অজানা বিপদের উদ্দেশ্যে, পুঁথিটি করায়ত্ত করতে সম্রাট অশোক পর্যন্ত আক্রমণ করেছেন কলিঙ্গ, লক্ষাধিক মানুষের রক্তের বিনিময়ে পাওয়া সেই দশগ্রীব পুঁথির পাতায় কিসের সন্ধান পাওয়া দেওয়া আছে যা মানব সভ্যতার ইতিহাসকে পাল্টে দিতে পারে? সত্যিই কি পুঁথি অনুযায়ী আজও সংরক্ষিত আছে লঙ্কেশ্বর রাবণের মৃতদেহ? কি আছে সেই শবাধারের পাশে যা রক্ষার জন্য সম্রাট অশোক তৈরি করেন পৃথিবীর প্রথম Secret Society?
    স্বাগত আপনাকে দশগ্রীবের দুনিয়ায়। বাংলা ভাষায় আর্কিওলজিক্যাল থ্রিলারের সংখ্যা খুব বেশি নেই। দশগ্রীব সেই তালিকায় এক উজ্জ্বল ব্যতিক্রম। প্রচুর পড়াশোনা করেছেন লেখক,অজস্র cross reference আছে বিভিন্ন ঐতিহাসিক বই থেকে,পড়তে পড়তে রাম,রাবণ,সীতা এই সব চরিত্রেরা ধর্ম ও পৌরাণিকতার নির্মোক ত্যাগ করে আপনার সামনে এসে দাঁড়াবেন রক্ত মাংসের শরীরে। জয়িতা ও রাশাদের হাত ধরে ঢুকে পড়ুন রামায়ণের অজানা গলিঘুঁজিতে।

রিভিউটি লিখেছেনঃ Shantanu Banerjee

Post a Comment

0 Comments