D Block Movie Review

D Block Movie Review

Movie Name : D block 
Year : 2022 
Language: Tamil 
Genre: Psychological Thriller 

কলেজ হোস্টেল D BLOCK ১টি বনের পাশে অবস্থিত , নতুন জুনিয়র মেয়েরা আসার পর থেকেই কালো রং এর ছায়া জাতীয় হরর কিছু ফেস করছে ,সবাই ভয়ে আছে কি আছে এই হোস্টেলে,কেন হচ্ছে এমন কিছু , হঠাৎ করে ১জন মেয়ের লাশ পাওয়া যায়, মেয়েটার মুখে চিতা বাঘের আচড় দেখা যায়, সবাই ভাবে চিতা বাঘের আক্রমণ,মারা গেছে।  
কিন্তু আমাদের হিরো তা মেনে নিতে পারেনা, সে তদন্ত শুরু করে,তদন্তের ১ পর্যায় জানতে পারে,৪ বছর আগেও সেম ভাবে ১ জন মেয়ের লাশ পাওয়া যায়, তার রুমে ১টি স্কেচ বা হাতে আকা ছবি পাওয়া যায়, সেখানে বারান্দা তে কালো ১জন ছেলে দাড়িয়ে থাকে, একই ভাবে বর্তমানে মৃত মেয়েটির রুমে ১টি স্কেচ বা হাতে আকা ছবি পাওয়া যায়,
সেখানে বারান্দা তে কালো ১জন ছেলে দাড়িয়ে থাকে।
ইনভেস্টিগেশন চলতে থাকে, বের হয়ে আসে লোমহর্ষ কর কিছু ঘটনা যা আপনাকে শেষ পর্যন্ত মুভি দেখতে বাধ্য করবে। কালো ছায়া টি আসলে কি ভুত নাকি কোনো সাইকো কিলার তা জানতে হলে দেখতে হবে মুভি টি। 

আর মুভিটি সত্য ঘটনার অবলম্বনে তৈরি করা হয়েছে। 

ব্যাকগ্রাউন্ড মিউজিক,সিন আনুযায়ি ঠিক ছিল, মুভির ডিরেকশন ও সুন্দর ছিল ,মুভিটা দেখতে পারেন চাইলে।

Post a Comment

0 Comments