চৌরঙ্গী - শংকর Chowranghee by Sankar

চৌরঙ্গী - শংকর Chowranghee by Sankar

বই - চৌরঙ্গী 
লেখক - শংকর 
প্রকাশনা - দেজ পাবলিশিং


চৌরঙ্গী থেকে শাহজাহান রেজেন্সি -- উত্তম কুমার থেকে আবির, শুভেন্দু থেকে পরমব্রত, সুপ্রিয়া থেকে স্বস্তিকা, ভানু থেকে অনির্বাণ ----- প্রতিটি দৃশ্য মনে রাখার মত। কিন্তু, আসল উপন্যাসটির রসস্বাদন না করলে সবই বেকার।

🍁এই বইয়ের পাঠ প্রতিক্রিয়া লেখা বড়ই কষ্টের। কাহিনী জুড়ে ছড়িয়ে রয়েছে "জীবন বড়ই বিচিত্র" কথার সারমর্ম। এক হোটেল এবং সেই হোটেলে কর্মরত বা কোনোভাবে যুক্ত নানা মানুষের বিচিত্র জীবনপঞ্জী নিয়ে কাহিনী। তাদের দৈনন্দিন জীবন, সারা বিশ্বের মানুষ নিয়ে ওঠাবসা, কর্মকর্তাদের হুজ্জুতি, মন ভাঙ্গা মন লাগা - এই নিয়ে এগিয়ে চলেছে উপন্যাস। 

🍁কতো রকম মানুষ, ভিন্ন তাদের রূপ জীবন পরিচ্ছদ, ভিন্ন তাদের ভাষা ভাব বিনিময়ের রূপ - দিনের শেষে সবাই একই পথের পথিক, সকলেই ছুটে চলেছে একদণ্ড শান্তির কামনায়। কারোর কাছে অর্থ আছে তো জীবন মূল্যহীন, কারোর কাছে জীবন আছে কিন্তু অর্থের অভাবে সে জীবন মূল্যহীন। 

🍁ভালোবাসার কত শত রূপ - ঘুরে ঘুরে আঁকড়ে ধরে আবার আছড়ে ফেলে দলিত করে। কখনো স্বপ্নের জাল বুনে উড়িয়ে বাসা বাঁধে ভিনদেশে, কখনো ঘুড়ির সুতো কেটে ভাসিয়ে দেয় অজানা সাগরে। 

🍀কি অপূর্ব মোহিত লেখনী, কি অসাধারন চিত্রপট - সিনেমাগুলো একের অধিকবার দেখলেও উপন্যাসটি পড়লাম সম্পূর্ন প্রথমবার। উপন্যাসে বর্ণিত চরিত্রগুলি রুপোলিপর্দার মাধ্যমে আগে থেকে চিনলেও, পড়ে তাদের গভীরভাবে অনুভব করা - এই জিনিস ভাষায় ব্যক্ত করা বড়ই কঠিন।
রিভিউটি লিখেছেনঃ সম্রাট মিত্র

Post a Comment

0 Comments