চিলেকোঠার ঘর - রাস্কিন বন্ড, পার্থ প্রতিম দাস Chilekothar Ghar by Ruskin Bond, Partha Pratim Das

চিলেকোঠার ঘর - রাস্কিন বন্ড, পার্থ প্রতিম দাস Chilekothar Ghar by Ruskin Bond, Partha Pratim Das

ব‌ইয়ের নাম : চিলেকোঠার ঘর 
লেখক : রাস্কিন বন্ড 
অনুবাদক : পার্থ প্রতিম দাস 
প্রকাশনা : বুক ফার্ম 
প্রথম প্রকাশ : জানুয়ারি, ২০২২ 
প্রচ্ছদ ও অলঙ্করণ : শান্তনু মিত্র 
মূল্য : ২৪৯ টাকা 

এই বইটি 'বুক ফার্ম' প্রকাশিত রাস্কিন বন্ডের দ্বিতীয় ব‌ই। এর আগে এই প্রকাশনী থেকে রাস্কিন বন্ডের 'ভয় সমগ্র' ব‌ইটি ছাপা হয়েছে। দুটি ব‌ইয়ের‌ই অনুবাদক পার্থ প্রতিম দাস।

'চিলেকোঠার ঘর' ব‌ইটি রাস্কিন বন্ডের প্রথম ব‌ই 'The Room on the Roof' - এর বাংলা অনুবাদ। মাত্র সতেরো বছর বয়সে রাস্কিন বন্ড এই বইটি লেখেন।

ব‌ইটির কাহিনি রাস্টি নামের দেরাদুনের এক সতেরো বছর বয়সী ছেলের জীবন বৃত্তান্ত। রাস্টির বাবা - মা নেই। তার দূর সম্পর্কের এক দাদা তার 'অভিভাবক'। যার কঠোর অনুশাসনে সে বেড়ে ওঠে।  'অভিভাবকের' অবাধ্য হলেই পিঠে পড়ে "মালাক্কা বেতের লাঠি "।

তবুও সে এক দিন বিদ্রোহ করে। সে মুক্তি পেতে চায় "বন্দি খাঁচা " থেকে , পেতে চায় নিজের স্বাধীন সত্তাকে।

বিশাল প্রাসাদে "কেনা দাস" হয়ে না থেকে সে ঠাঁই নেয় এক " চিলেকোঠায় "।

"স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে লড়াই, বিজাতীয় বন্ধুত্ব, অসমবয়সী প্রেম, বিচ্ছেদ, ক্রমাগত হারিয়ে ফেলার মধ্যে নিজেকে খুঁজে চলা - এই হল রাস্টির যাত্রাপথ"। এ এক ভারত দর্শন‌ও বটে।

এতো মসৃণ অনুবাদ পড়ার সময় একটুও বাধা সৃষ্টি করে নি। 

ব‌ইটির page quality এবং বাঁধাই যথেষ্ট ভালো। বিশেষ করে ব‌ইয়ের ভিতরে শান্তনু মিত্রের অলঙ্করণ গুলো ব‌ইয়ের মান অনেকটা বাড়িয়ে দিয়েছে।

রেটিং : ৭.৫/১০

রিভিউটি লিখেছেনঃ Kousar Mondal

Post a Comment

0 Comments