ছায়াগ্রহ (সায়ন্তনী পূততুণ্ড)
কলেজের এক প্রফেসর লকারে নিজের জিনিসপত্র রাখতে গিয়ে পেয়ে যান একটি চিঠি।চিঠিটি তার নিজের প্রিয় প্রফেসরের লেখা, অন্য এক প্রাক্তন উর্ধ্বতন প্রফেসরকে- যাতে আছে এক রহস্যের হাতছানি।যে কারণে তিরিশ বছর আগে প্রফেসর যে গবেষণার কাজে গিয়েছিলেন তারপরে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি। কী হয়েছিল সেই গবেষণায়,কেন ফিরলেন না সেই প্রফেসর, সেই রহস্যই দানা বেঁধেছে এই উপন্যাসে।
উপন্যাসের চরিত্ররা লেখিকার লিখনশৈলীতে জীবন্ত হয়ে উঠেছে।
সুপাঠ্য উপন্যাসের রেটিং-৮/১০।
রিভিউটি লিখেছেনঃ Sandip
ছায়াগ্রহ - সায়ন্তনী পুততুন্ড
উপন্যাস হিসেবে সাত দিতে পারি ১০ এ, এখানে চরিত্রের মধ্যে যে দুটো রূপ একই সঙ্গে থাকতে পারে সেটা খুব পরিস্কার বোঝা যায় এবং কিছু জায়গায় মনে হয়েছে বর্ণনাটি বিস্তর, ঐতিহাসিক প্রেক্ষাপট বড়ই সুন্দর ভাবে গড়ে তোলা হয়েছে, যাদের ইতিহাস ভালো লাগে তাদের নিশ্চই পড়ে দেখা উচিত। মোটের ওপরে এটি একবার পড়াই যায়।
রিভিউটি লিখেছেনঃ SDpsy
0 Comments
আপনার মতামত লিখুন।