বইঃ দ্য চেস্টনাট ম্যান
প্রকাশকঃ চিরকুট
"দ্য চেস্টনাট ম্যান" একটি স্ক্যান্ডিনেভীয় অপরাধমূলক রোমাঞ্চকর উপন্যাসের বাংলা অনুবাদ। মূল বইটির লেখক সোরেন ভেইস্ত্রাপ। এটি তার প্রথম উপন্যাস এবং বলতে দ্বিধা নেই প্রথম উপন্যাস হিসেবে এটিতে রয়েছে সুন্দর কাহিনীকাঠামো যা লেখকের অন্যান্য বইয়ের খবর নিতে আগ্রহ তৈরী করে।
প্রথম ১৫০ পৃষ্ঠা সামান্য ধীরগতির মনে হবে কিন্তু পুরো বইটার কাহিনী বুঝতে হলে উপন্যাসের প্রতিটি চরিত্র, পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে পাঠকের মনের ভেতরে একটি ভিত্তি বা বেস তৈরী করে দেয়া জরুরী ছিল যা করতে লেখক প্রথম পরিসরে সময় নিয়েছেন এবং সেটাই স্বাভাবিক। তবুও প্রথম ১৫০-২০০ পৃষ্ঠাতে এমন কিছু টুইস্ট বা টার্ন যোগ হয়েছে যাতে বোঝা যায় লেখক পাঠকের জায়গায় নিজেকে বসিয়ে লেখার চেষ্টা করেছেন অর্থ্যাৎ ঠিক কোন জায়গাটাতে ধৈর্যচ্যুতি ঘটতে পারে সেটা বুঝে প্রয়োজনমতো কাহিনীর মোড় ঘুরিয়েছেন যা অভাবনীয়।
কিন্তু ১৫০ পৃষ্ঠার পর থেকে শেষ অবধি দম ফেলা যায় না। এক অজানা আশঙ্কা কাজ করে বাকিটা জুড়ে। আমার যেটা ভালো লেগেছে তা হলো খুনি কে সেটা আমি আগেভাগে ধরতে পারিনি। আগেভাগে খুনি কে ধরে ফেলতে পারলে মন খানিকটা খারাপ হয়ে যায়। আলোচ্য বইটির ক্ষেত্রে তা হয়নি এবং এখানে লেখকের মুন্সিয়ানা স্বীকার না করে উপায় নেই।
যারা মূলত কোন অপরাধের আনুষ্ঠানিক তদন্তসংক্রান্ত বা ধাপে ধাপে পুলিশ কর্তৃক অপরাধী পর্যন্ত পৌঁছানোর পুরো জার্নিটুকু রসিয়ে উপভোগ করতে চান তাদের জন্য বইটা হতে পারে আদর্শ।
অনুবাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। লেখক এবং অনুবাদক সালমান হক ভাইয়ের চমৎকার অনুবাদের দরুন বইটি পড়ার সুযোগ হলো।
এবার প্রচ্ছদ নিয়ে একটু বলি। বইটা শেষ করার পর যদি প্রচ্ছদটি যথেষ্ট মনোযোগ দিয়ে দেখা হয় তবে দেখবেন পুরো বইটির সারমর্ম তুলে ধরা হয়েছে প্রচ্ছদটাতে। এমনকি পুরো উপন্যাসে স্নোফল এবং প্রবল বৃষ্টিপাতের কথা এসেছে বারবার, প্রচ্ছদে এই প্রসঙ্গটাও বাদ পড়েনি। বইটার পেছনে লেখা DANSK POLITI উপরে সম্ভবত ড্যানিশ পুলিশের লোগো এটাও মজার লেগেছে।
সীমাবদ্ধতা বলতে আমার কাছে মনে হয়েছে লেখক কাহিনী একটু বেশিই টেনেছেন। এতোটা না টানলেও চলতো হয়তো।
সে যাক, অনেকদিন পর বড় আনন্দ নিয়ে কোন থ্রিলার পড়লাম। পয়সা উসুল মুভির মতো এটি পয়সা উসুল বই। সুন্দর বাঁধানো, ভেতরের হলদেটে পাতা, নতুন বইয়ের গন্ধ, চায়ের কাপ, বাইরে বৃষ্টি আহা!
রিভিউটি লিখেছেনঃ Saiful Islam
0 Comments
আপনার মতামত লিখুন।