🔹উপন্যাসের নাম : চেরাপুঞ্জিতে চেরাগ
🔸১ লা আগস্ট, ২০২২
🔺লেখক : তপন বন্দ্যোপাধ্যায়
উপন্যাসটি শুরুতেই আমরা দেখতে পাই... একটি বাঙালি পরিবার চেরাপুঞ্জিতে ছুটি কাটাতে বেরিয়ে পড়েছে। সায়ন, লুনা, আর গার্গী তিনজনের ছোট পরিবার।। তাদের সঙ্গে আর একটি পাঁচ জনের দল চেরাপুঞ্জি বেড়াতে এসেছে... তারা সবাই ডাক্তারি পড়াশুনা সবে শেষ করে হসপিটালে কাজ করা শুরু করেছে... তারাও ব্যস্ততার জীবন থেকে একটু রেহাই পেতে বেড়াতে এসেছে...
অন্যদিকে সায়নের পরিবার... আর এই ডাক্তারের দল - তারা সবাই যখন তাদের হোটেলের উদ্দ্যেশে রওনা দিয়েছিল তখন যাত্রাপথে একটি অনবরত একটি ঘন্টার আওয়াজ শুনছিল... তারা ভেবেছিল পাশে কোথাও মন্দির আছে।
হোটেলে পৌঁছে.. রাত্রে ডাক্তারের দলের একজন মহিলা মধুপর্ণার সেই মন্দির দেখার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়ে...কিন্তু বাকিরা কেউ রাজি ছিল না। তাই সে একাই জঙ্গলে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়...কিন্তু পরে তার সাথে যোগদান করে ওই দলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে দিবজ্যোতি.... অন্যরা দুশ্চিন্তায় পড়ে এত রাতে বেরোনোর জন্য....কিছুক্ষন পর তারা দুজন ফিরে আসে.......এবং জানায় কোথাও কোনো মন্দির নেই.... জঙ্গলে রয়েছে এক বিরাট প্রদীপ।
সেই ঘটনার পরদিনই সকালে হ্যান্ডসাম দিবজ্যোতির আকস্মিক মৃত্যু ঘটে... যা সবাইকে চমকে দেয়....
কিভাবে মৃত্যু,,,কেন মৃত্যু....এর উত্তর জানতে হলে আপনাকে অবশ্যই উপন্যাসটি পড়তে হবে......😊😊😊
রিভিউটি লিখেছেনঃ Aadi
0 Comments
আপনার মতামত লিখুন।