চন্দ্রলেখা অন্তর্ধান রহস্য
লেখক: অভিরূপ সরকার
দীপ প্রকাশনী
কলেজ জীবনে অতি বাম রাজনীতিতে জড়িয়ে পড়া এক অভিজাত তরুণী চন্দ্রার অন্তর্ধানের পর তার প্রাক্তন প্রেমিক হঠাৎ পুরোনো এক ডিটেকটিভ বন্ধুকে ফোন ক'রে প্রেমিকার খোঁজ করতে বলে। তারপরই শুরু হয় চন্দ্রার খোঁজ। বসিরহাটের একটা মেয়েদের স্কুলে শিক্ষকতা করতো চন্দ্রা। কোথায় যেতে পারে সেটা তদন্ত করতে গিয়ে অনেক কিছু উঠে এসেছে শেষটা অপ্রত্যাশিত। লেখকের চমৎকার লেখনী প্রশংসাযোগ্য। লেখাটা এতই ভালো লেগেছে যে লেখকের অন্য লেখা খোঁজ করতে গিয়ে জানতে পারি ওঁর আরও তিনটি উপন্যাস আছে যার মধ্যে আরও দু'টো ডিটেকটিভ উপন্যাস। সেগুলোও পড়তে খুবই আগ্রহী। শীঘ্রই পড়ে জানানোর ইচ্ছে রইলো।
রিভিউটি লিখেছেনঃ Raktim Ghanta
চন্দ্রলেখা অন্তর্ধান রহস্য
অভিরুপ সরকার
অর্থনীতিবিদ অভিরূপ সরকার যে গোয়েন্দা গল্প লেখেন সেটা এই গ্রুপ থেকেই জানতে পারি। গল্পের গোয়েন্দা একজন বেসরকারি গোয়েন্দা। যিনি এককালে কোলকাতার অন্যতম বনেদি ধনী পরিবারের সদস্য ছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন কোলকাতার এক মেস বাড়িতে থাকেন। নিজের লোক বলতে কয়েকজন প্রতিষ্ঠিত বন্ধু যারা তাকে ভালোবেসে আগলে রাখে আর তার মধ্যে একজন আইপিএস অফিসার ও আছেন যিনি লালবাজারে বসেন। যায় হোক মূল গল্পে আসা যাক। একজন কে হটাৎ খুজে পাওয়া যায় না আর তাকে খুজে দেবার জন্য নিয়োগ করা হয় গোয়েন্দা আদিত্য বর্ন মজুমদার কে। তারপর অনেক পথ পেরিয়ে তাকে পাওয়া যায়। মাঝখানে অতি বাম রাজনীতি, সন্ত্রাসবাদ, প্রেম, সিগারেটের ক্ষতিকর দিক, ধ্রুপদ ক্লাসিক্যাল সঙ্গীত সব কিছু এসেছে একের পর এক এবং finally সব মিলে গেছে। অনেক টা সেই QED এর মতো। একবার পড়ার জন্য ঠিক আছে। কিন্তু লেখক যে গান ভালোবাসেন সেটা প্রতি টা মুহূর্তে বুঝিয়ে দেন এবং তার সৃষ্ট charecter রাও লেখকের মতো কোনো না কোনো ভাবে academics এর সঙ্গে যুক্ত। একবার পড়ার জন্য খারাপ নয়।
রিভিউটি লিখেছেনঃ Shounak Das
0 Comments
আপনার মতামত লিখুন।