রহস্যের দ্বীপ (তিন গোয়েন্দা সিরিজ) by রকিব হাসান Rohosyer Dwip by Rakib Hasan

রহস্যের দ্বীপ (তিন গোয়েন্দা সিরিজ) by রকিব হাসান Rohosyer Dwip by Rakib Hasan

উপন্যাস - রহস্যের দ্বীপ (তিন গোয়েন্দা সিরিজ)
লেখক - রকিব হাসান


কিছুদিন আগে অবধিও এই সিরিজ সম্পর্কে আমি অবগত ছিলাম না। বর্ণপরিচয়ের মাধ্যমে প্রথম এই সিরিজের কথা জানলাম, তারপর পর পর কয়েক গল্প/উপন্যাস পড়লাম। আজকে যে উপন্যাসটি নিয়ে আলোচনা করব তা হল "রহস্যের দ্বীপ"।

       কিশোর, রবিন ও মুসা তিনবন্ধু ওরফে তিন গোয়েন্দা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি দ্বীপে ছুটি কাটাতে যায়। ওই দ্বীপে মুসার আন্টির বাড়ি হওয়ায় সে এই দ্বীপ ও দ্বীপের মানুষজন সম্পর্কে  ভালোরকম ওয়াকিবহাল ছিল। বর্তমানে মুসার আন্টি ওখানে আর থাকেন না। তিন বন্ধু জানতে পারে বেশিরভাগ বাসিন্দাই দ্বীপ ছেড়ে চলে যাচ্ছে কারণ দ্বীপে অজানা শত্রুর আক্রমণে তাদের প্রধান জীবিকা মৎস ব্যবসা এবং পর্যটন শিল্প ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বলাই বাহুল্য রহস্যের গন্ধ পেয়ে তিন গোয়েন্দা তদন্ত করতে নামে। একাধিক সন্দেহভাজনের মধ্যে কে আসল অপরাধী খুঁজে বের করতে প্রতি পদক্ষেপে তাদের একেকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, কখনও সম্মুখীন হতে হয় প্রাণঘাতী হামলার। এত বাধা পেরিয়ে শেষমেশ তারা রহস্যের কিনারা করতে পারে কিনা জানার জন্য অবশ্যই উপন্যাসটি পড়ে দেখতে হবে। 

         শুরুতেই বলব এটি একটি কিশোর থ্রিলার, তাই আমার কিশোরসুলভ মনোভাব নিয়ে পড়তে হবে। অনেক কিশোর গল্পও থাকে যা বড়রাও খোলা মনেই সমানভাবে উপভোগ করতে পারে কিন্তু এই উপন্যাসটিকে সেই গোত্রে ঠিক ফেলা যায় না। তাই বললাম কিশোরের মত মনোভাব নিয়ে পড়তে হবে। উপন্যাসটির মধ্যে দুর্দান্ত কিছু নেই, কিছু সময় পর অপরাধী কে হতে পারে সেই সম্পর্কেও আন্দাজ করা যায়। কিন্তু তা সত্ত্বেও উপন্যাসটির মধ্যে গতি রয়েছে যা আপনাকে শেষ অবধি পড়ে যেতে বাধ্য করবে। একে যেমন মনে রাখার মত রহস্য রোমাঞ্চ বা গোয়েন্দা কাহিনীর মধ্যে ফেলা যায় না, তেমনই অপাঠ্য বলে দূরে সরিয়ে রাখাও যায় না। হতে সময় থাকলে কিংবা হালকা মেজাজে কিছু পড়তে চাইলে উপন্যাসটি ভাল লাগবে আশা করি। আর শিশুকিশোরদের জন্য তো সুখপাঠ্য হবে বলে আমার ধারণা। 

রেটিং- ৬/১০

Post a Comment

0 Comments