উপন্যাস: বৃষ্টি বৃষ্টি
লেখক: মনোজ বসু
প্রকাশক : বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট ltd
“বৃষ্টি, বৃষ্টি! মেঘ উঠেছিল অপরাহ্নবেলা। বৈশাখ মাস পার হয়ে .....”
এই ভাবে এই বইটির শুরু। এই বইটির সাথে আমার প্রথম পরিচয় সেই কোন কৈশোর বেলায়। এক গ্রীষ্মের দুপুরে, স্কুলে ছুটি চলছে তখন, আমার শুকতারা কবেই শেষ হয়ে গেছে। কি বই পড়ি খুজতে খুজতে আলমারিতে এই বইটার দিকে চোখ গেল, মলাটে নীল রঙের বৃষ্টির ফোঁটা গুলি কোনাকুনি ভাবে ঝরছে যেন। বাবার বইয়ের তাকে রাখা, মানে আমার পড়ার নয়। বাবা তো অফিসে, মা দিবানিদ্রায়, পড়লে কে দেখছে! এই ভেবে পড়ার শুরু, দুপুরে, চুপিচুপি। কদিন লেগেছিল শেষ করতে এখন মনে পড়ে না, শুধু মনে ছিল বইটি যেন এক মিস্টি প্রেমের গল্প। সদ্য কৈশোরে পড়া সেই বইয়ের প্রেমের রেশ লেগেছিলই। এতদিন বাদে আবার বইটি পড়ার ইচ্ছে জাগলো, গ্রুপ এ মনোজ বসু গ্রন্থাবলী দেখে। তার অনেক পরে নিশিকুটুম্ব পড়েও খুব ভালো লেগেছে। কিন্তু এই বইটিকে যেন ভুলতে পারছিলাম না। খুঁজে বার করে বইটি আবার পড়লাম।
এবার দেখলাম বইটিকে শুধু প্রেমের কাহিনী বললে ভুল হবে। বইটির মূল চরিত্র অতীতের বা ইংরেজ আমলের দুই আপাতঃ বন্ধুর কাহিনী। তাদের একজন ইংরেজদের ধামাধরা বিশ্বাসঘাতক, আর অপরজন স্বদেশ প্রেমী, বর্তমানে যাদের উত্তর সুরি দের একজন সামজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠা লাভে উঠে পড়ে লেগেছেন, আর একজন দরিদ্র কিন্তু সত্যনিষ্ঠ নিজেদের পূর্বপুরুষের ইতিহাস গবেষণায় রত।
সেই গবেষণা থেকে যে হলাহল উঠবে তাকে অমৃতে পরিণত করতে প্রয়োজন হয় তাদেরই আত্মজদের মিষ্টি মধুর প্রেম। বইটিতে ইতিহাস, দেশপ্রেম, স্বার্থত্যাগ ও সততার সাথে মিশিয়ে দেখানো হয়েছে যে ভালবাসাই পারে, আপাত বিরোধী আত্মমগ্ন চরিত্রদের মিলন ঘটাতে।
বইটি আবার পড়েও ভালো লাগলো।
রিভিউটি লিখেছেনঃ অলীকবাবু
0 Comments
আপনার মতামত লিখুন।