বই - বিভা ভূতভুতুম উৎসব সংখ্যা ১৪২৯
বহু পরিচিত মানুষের কাছে প্রশংসা শুনে এই বছরে কিনেই ফেললাম ভূতভুতুম উৎসব সংখ্যা...এই প্রথম। যে টুকু পড়া হয়েছে তার মোটামুটি রিভিউ দিচ্ছি। খুব ভালো লিখতে পারি না তাই ত্রুটি মার্জনা করবেন। প্রথমেই বলি বইয়ের পাতার গুণগত মান আরেকটু ভালো হবে আশা করেছিলাম।
প্রথম উপন্যাসিকা :- আবীর রায়ের " নরমেধ" । সত্যি বলতে এই গল্পটা horror এর থেকেও বেশি tragedy genre এর বলা চলে । এ যেন গল্পের আদলে এক টুকরো বাস্তব চিত্র তুলে ধরেছেন লেখক । " শংকর " বলতেই বাঙালির মনে আসে চাঁদের পাহাড়ের নায়ক কে। নরমেধের শংকর এর সাথে তার যেন কোথাও মিল পাই নির্ভীকতায়। শিরদাঁড়া সোজা করে ভুল কে ভুল বলা ছেড়ে সব মাথা গুঁজে মানিয়ে নিতে না পারার জন্যই হয়তো রাজনীতির করাল গ্রাসে মুখ বন্ধ হয়ে যায় শত শত শংকর দের।
লেখক একটি নির্মম দৃশ্য এতটাই ভয়ঙ্কর সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন যে রুদ্ধশ্বাসে পড়ছিলাম।
উপন্যাস:- অঙ্কুর বর এর " ভামা" । প্রথম এই বলি আমি অঙ্কুর বাবুর গল্প এই প্রথম পড়লাম। আগে পড়ার সৌভাগ্য হয়নি।
প্রথম উপন্যাস এই ফ্যান হয়ে গেছি । এ তো শুধু ভূতের গল্প নয় .... রহস্য, রোমাঞ্চ , সাসপেন্স, সুপার ন্যাচারাল পাওয়ার এর মিশ্রণ! এই গল্প নিয়ে যদি একটা ভালো সিনেমা হতো কি ভালোই না হতো ! গল্পের একদম প্রথম দৃশ্য থেকে টানটান রহস্য জমাট বেঁধেছে । গল্পের মধ্যেই side story হিসাবে মাঙ্গু বুড়োর হতভাগ্যের ইতিহাস টাও চরম। "কর্মফল কাউকে ছাড়ে না" সেই কথাই মনে করিয়ে দেয়। শেষ দিকে ক্লাইম্যাক্স টাও দুর্ধর্ষ। আমি একটু বেশি কল্পনাপ্রবণ তাই মনে মনে রণজয় আর পলাশ এর শক্তির একত্রিত হওয়ার দৃশ্যটা মনে মনে কল্পনা করে ফেলেছি । গল্পের অন্তিম এ দুজনের বন্ধুত্ব মন ছুঁয়ে যায়। ঠিক যেন " ইন এবং ইয়াঙ" । ওদের বন্ধুত্ব টা যেন ভালো মন্দের দাঁড়িপাল্লা। লেখকের কাছে অনুরোধ এই চরিত্র দের নিয়ে ভবিষ্যৎ এ আরও গল্প পাই ।
আরও তিনটি গল্প ও একটা উপন্যাস পড়েছি। কিন্তু সবকিছুর রিভিউ দিতে গেলে বিশাল বড়ো হয়ে যাবে পোস্ট টা । " রিঙ্কি " গল্পটি বেশ অদ্ভুত লাগলো ( in a good way) । " লুনা রোসা" তে হিন্দু ও মিশরীয় দেবতার মেলবন্ধন ঘটানো বেশ নতুন বাকি মোটামুটি লেগেছে । " সুখেনের জ্যাঠা" গল্পটি বেশ সুন্দর।
ত্রিদিবেন্দ্র নারায়ণ চ্যাটার্জীর "তেন্দুয়াগড়" বেশ ভালো। তবে মনে খুব বেশি দাগ কাটেনি। এবং শেষে অভিমন্যু সেন আর অন্বেষার ব্যাপার টা সব জেনেও পুলিশ কে কেন জানানো হলো না সেটা বুঝলাম না । ভূত বলে কি সুবিচার দরকার নেই ?
আপাতত এই পর্যন্তই। আবার পড়ে রিভিউ দেব।
0 Comments
আপনার মতামত লিখুন।