অপরাজিত
Bibhutibhushan Bandyopadhyay
'অপরাজিত' বিভূতিভূষণের দ্বিতীয় উপন্যাস। এটি 'পথের পাঁচালী'র অপু-কাহিনিরই সম্প্রসারিত রূপ।
পথের পাঁচালীর প্রতি যতটুকু ভালোবাসা ছিল,তারচেয়েও বেশি ভালোবেসে ফেললাম এই অপরাজিত বইখানাকে। হয়তো অপুর প্রাপ্তবয়স্ক অবস্হার সংগ্রামই আমাকে বেশি আকৃষ্ট করেছে।জীবনকে ভিন্ন এক রূপে দর্শন করতে শিখিয়ে গেলো এই উপন্যাসটি। অপুকে এই উপন্যাসে লেখক স্থাপন করেছেন এক বৃহত্তর প্রেক্ষাপটে। পিতার মৃত্যু, মায়ের উচ্চাশাহীন গণ্ডীবদ্ধ জীবনের বন্ধন কেটে কলেজে ভর্তি হওয়া, কলেজ জীবনের নিদারুণ দারিদ্রের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম, মায়ের মৃত্যু, হঠাৎ বিবাহ, স্ত্রী অপর্ণার সাহচর্যে একটা অল্পস্থায়ী শান্তির নীড়রচনার প্রয়াস এবং অপর্ণার আকস্মিক মৃত্যুতে সে প্রয়াসের সমাধি। জীবনের প্রকৃত স্বার্থকতা কী সুখের ঘোরেই বসবাস করা? নাকি নিষ্ঠুর সংগ্রামের বেদনার মাধ্যমেই জীবনের প্রকৃত স্বার্থকতা? আমরা মূলত যেভাবে বসবাস করে আসছি,তার বিপরীতে এক তীক্ষ্ণ প্রশ্নের ঝংকার ছুঁড়ে দেয় এই মহান উপন্যাসের মহান লেখক। প্রকৃতির অবাধ বিজনতায় এই নবদীক্ষার পর অপুর বাংলাদেশে প্রত্যাবর্তন। অপু কখনোই সংসারী ছিল না। তার মনে এক পর্যটক বাস করতো। ঘটনাচক্রে সে চাকরী পেয়ে যায় মধ্যপ্রদেশের জঙ্গলে। প্রকৃতি যার এত প্রিয় সে কি আর এই লোভ সামলাতে পারে! দীর্ঘ পাঁচ বছর বিভিন্ন জায়গায় ঘুড়ে সে থিতু হয় সেই পুরোনো ঠিকানা, তার গ্রামে। কাজলকে নিয়ে কাটাতে চায় বাকিটা জীবন। অপু বাঁধা পড়তে চায় না কোনো বাঁধনে। মাতৃহারা কাজলকে নিয়ে নিশ্চিন্দিপুরে ঘর বাঁধবারা সঙ্কল্প নিয়ে গ্রামে প্রত্যাবর্তন। তাই সে তার ছেলেকে দিয়ে আসে তার ছোট বেলার সঙ্গী রানুদীর কাছে। অপু জাহাজে করে বেড়িয়ে পরে ফিজির উদ্দেশ্যে, সেখান থেকে হয়ত কোনো অজানার উদ্দেশ্যে। অপু আমাদের সমাজেরই একটি চরিত্র। এমন মানুষ আমাদের আশেপাশেই আছে, যারা জীবন যুদ্ধে অপরাজিত থেকে এগিয়ে যাচ্ছে বর্তমানকে উপভোগ করছে। আমাদের শৈশব থেকে যৌবনটা খুব বেশি বইয়ে এত স্পষ্ট করে লেখা আছে বলে মনে হয় না। অপুর বড় হওয়া, অর্থকষ্টে জর্জরিত হয়ে পদে পদে আটকে পড়া, তার জীবনের ভালবাসা, আশাগুলো এত বাস্তব লাগে, মনে হয় নিজেই সেই চরিত্র। ঘটনার বৈচিত্র্য, অথবা চরিত্রচিত্রণ, কিংবা প্রকৃতির বর্ণনা, সবটাতেই দুর্দান্ত। তীব্র বেদনার সাথে পাঠকের মন বেদনামিশ্রিত আনন্দে পরিপূর্ণ করাই আমার কাছে এই উপন্যাসের সবচেয়ে বড় দিক।
0 Comments
আপনার মতামত লিখুন।