Bheesma Parvam Movie Review

Bheesma Parvam Movie Review

ছবি - Bheesma Parvam (২০২২) 
ভাষা-Malayalam 
অভিনয় - Mamoothy, Shine Tom Chacko 
পরিচালনা - Amal Neerad 

মালায়ালাম ছবি আর mass commercial ছবি ঠিক এক লাইনে যায় না। তামিল তেলেগু তে আমরা অনেক এরকম mass commercial ছবি দেখতে পাই।কিন্তু এই ছবিটি দেখিয়েছে মগজ খাটিয়ে কি করে একটি mass commercial ছবি বানাতে হয়।ছবিতে অনেক মুহূর্ত আছে যা সত্যি ফ্যান moment jagay কিন্তু সেটা কখনই নিউটন এর শ্রাদ্ধ করে নয়। এই ছবির গল্প একটি পরিবার এর patriarch  এবং তার আশে পাশে থাকা মানুষের ক্ষমতা, লোভ তার ওপর।নাম শুনেই বোঝা যাচ্ছে ,আর এই ছবিতে মহাভারতের আর The Godfather এর অনেক রেফারেন্স আছে। অভিনয় সবার ই দুর্দান্ত সেই সঙ্গে এর cinematography অসাধারণ। আর এই ছবিকে অন্য উচতায় নিয়ে যায় এর আবহসঙ্গীত। গল্প খুব অসাধারণ নয় কিন্তু চিত্রনাট্যএর জোরে এক মুহুর্ত এর জন্য bore লাগে না।
যদি পারেন ছবিটি দেখে নিতে বলবো Disney Hotstar ache। এটি আমার দেখা এই বছরের সেরা ছবি গুলোর মধ্যে অন্যতম।

Post a Comment

0 Comments