Movie name : Ayyappanum Koshiyum
Language : Malayalam
Only original language available
OTT : Amazon prime & .....
Lockdown র সময় থেকেই নানা ভাষার সিনেমা দেখার যে বদ অভ্যাসটা তৈরি হয়েছিল তার সুবাদেই এই সিনেমাটাকে অনেকদিন আগেই ওয়াচ লিস্টে রেখেছিলাম।
সুযোগ পেয়ে দেখে ফেললাম কদিন আগে। দেখার পর আরো একবার মনে হল কনটেন্টের দিক থেকে মালায়লাম ইন্ডাস্ট্রি ভারতবর্ষের মধ্যে সেরা এ নিয়ে কোন সন্দেহ নেই।
প্লট : গল্পের শুরু হচ্ছে এক এক্স হাবিলদার (সুকুমার) তার ড্রাইভার কে নিয়ে kattapanna থেকে ooty র দিকে যাচ্ছে। সে মদ্যপ অবস্থায় ছিল এবং তার গাড়িতে কয়েকটি বিয়ারের বোতল ছিল। একটু দূরেই পুলিশের নাকা চেকিং শুরু হওয়াতে সেই বোতল গুলি বাজেয়াপ্ত করা হয় এবং সুকুমারকে গ্রেফতার করা হয় কারণ সেই জায়গাটায় অ্যালকোহল ফ্রী জোন। তারপর তাদেরকে নিকটবর্তী থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানকার এসআই (বিজু মেনন) তাদের সাথে খারাপ ব্যবহার করে। পরে জানা যায় যে এই সুকুমার খুবই ইনফ্লুয়েন্সিয়াল একজন লোক এবং তার বাবাও খুব ইনফ্লুয়েন্সিয়াল। এদিকে সুকুমারের 12 দিনের জেল হেফাজত হয়ে যায়। সেখান থেকে বেরিয়ে সুকুমার ঠিক করে যে এর প্রতিশোধ সে নেবে অপরদিকে বিজু মেনন ও ইগোর খেলায় মেতে ওঠে। গল্পের বাকি অংশ জুড়ে রয়েছে এই দুজনের ইগোর ক্ল্যাশ এবং তার ফলে কিছু ভয়ঙ্কর পরিণতি। গল্পের শেষে এই দুজনের সম্পর্কের কি পরিণতি হল সেটা জানতে হলে আপনাকে সিনেমাটি দেখতে হবে। উইকি তে একে অ্যাকশন থ্রিলার বলা হলেও আমি বলব এটা ড্রামা থ্রিলার genre।
আমার রিয়েলাইজেশন : লিড যে দুটি চরিত্রের কথা বললাম তারা তো বটেই তারা ছাড়া অন্য চরিত্ররাও প্রত্যেকটি ধূসর। চিত্রনাট্য এমন ভাবেই লেখা হয়েছে একটা চরিত্রকেও আপনি পুরোপুরি ঠিক বা ভুল বলতে পারবেন না, প্রত্যেকেই নিজের জায়গায় ঠিক আবার অন্যের চোখে ভুল। কোন সিনেমা বা সিরিজে যখনি কোন ধূসর চরিত্র থাকে তখনই সেই সিনেমাটি একটা অন্য মাত্রা পায় যেটা এর ক্ষেত্রেও অন্যথা হয়নি। ক্যামেরার কাজ নিয়ে নতুন করে কিছু বলার নেই, মালায়ালাম ইন্ডাস্ট্রির প্রতিটা সিনেমায় ওদের গ্রামগুলোকে এত সুন্দর করে পর্দায় ফুটিয়ে তোলে যে দেখেও চোখে আরাম লাগে। এখানে মহিলা চরিত্রগুলোকে খুব সুন্দরভাবে লেখা হয়েছে এবং তারা অভিনয়ও সেরকম পাল্লা দিয়ে করেছে। জেনারেলি সিনেমাতে আমরা মহিলা চরিত্রগুলোকে শোপিস হিসেবেই দেখে থাকি বিশেষ করে বলিউডে কিন্তু এখানে তা হয়নি। সিনেমাটি ডায়লগ নির্ভর। বেশ কিছু ভালো ভালো ডায়লগ আছে যা আপনার মন ছুয়ে যাবে, আপনাকে ভাবাতে বাধ্য করবে। এখানে একশন বিশেষ কিছু নেই তবে ক্লাইম্যাক্স এ একটা একশন সিকোয়েন্স আছে সেটা বেশ ভালোভাবে ডিজাইন করা। শেষে যে কথাটি না বললেই নয় সুকুমার আর বিজু মেননের পারফর্মেন্স, তারা নিজেদের জায়গায় জাস্ট অনবদ্য।
ভালো লাগেনি : সিনেমাটির এডিটিং। প্রায় তিন ঘন্টার সিনেমা, প্রথম ৪০ মিনিট এবং শেষের এক ঘন্টা খুবই এনগেজিং কিন্তু মাঝখানের জায়গাগুলো একটু strech করা হয়েছে মনে হচ্ছিল। এর যা গল্প তাতে আরামসে দু'ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে প্যাকআপ করে নেওয়া যেতে পারত।
কারা কারা দেখবেন : যাদের ড্রামা দেখতে ভালো লাগে তারা তো অবশ্যই এটাকে ওয়াচলিস্টে এর একদম উপরে রাখুন। আর যারা থ্রিলার দেখতে পছন্দ করেন কিন্তু থ্রিলার দেখতে দেখতে বোর হয়ে গেছেন স্বাদ পাল্টানোর জন্য একবার দেখতে পারেন। কথা দিচ্ছি খুব খারাপ লাগবে না।
ও হ্যাঁ বলে রাখি এই সিনেমাটি এবারে ন্যাশনাল অ্যাওয়ার্ড ও পেয়েছে (2022)
রিভিউটি লিখেছেনঃ জটায়ু Deep
0 Comments
আপনার মতামত লিখুন।