অতীন্দ্রিয়
লেখক: সৌম্য চক্রবর্তী
সৌম্য চক্রবর্তীর লেখনীতে বইচৈ থেকে প্রকাশিত বইটিতে আছে মোট ১৪ টি তান্ত্রিক ঘরানার গল্পর সমাহার। গল্পগুলি ছিমছাম এবং সত্যি বলতে সবগুলোই যে মনে থেকে যাবে এমন না। গল্পগুলোর মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে আকর্ষণ, জিবদান, প্রত্যঙ্গিরা। তবে বইটি পড়তে ভালোই লাগলো।
বইয়ের গল্পগুলি হলো:
১. শবসাধনা
২. প্রসাদ
৩. আকর্ষণ
৪. নিয়তি
৫. জিবদান
৬. ইভেন্ট
৭. প্রত্যঙ্গিরা
৮. স্পর্শ
৯. লাশকাটা ঘর
১০. পালক
১১. ডাকিনী
১২. বাড়ি বদলে যায়
১৩. অতীন্দ্রিয়
১৪. ভয়
রিভিউটি লিখেছেনঃ Syed Ferdous
অতীন্দ্রিয়
সৌম্য চক্রবর্তী
ভৌতিক, অলৌকিক, তন্ত্র মন্ত্র সম্পর্কিত, অদ্ভূত ভাবে ঘটা কিছু ঘটনা, জীবন নিয়ে অনুভূতি সবকিছু নিয়েই ১৪ টা ছোট গল্প। প্রতি টি গল্প ই শেষে না বলা কিছু কথা বলে যায়, অলৌকিক গল্প গুলি পড়তে পড়তে মনোজগতে এক ভয়ের আগমন ও ঘটে। স্পর্শ, পালক, প্রসাদ, বাড়ি বদলে যায় এই গল্প গুলি আমার সবচেয়ে ভালো লেগেছে।
"শব সাধনা" গল্প টি হঠাৎ করে শেষ হয়ে গেল।
প্রায় অধিকাংশ গল্পেই আবহাওয়ার বর্ণনা য় অত্যন্ত বৃষ্টি, ঝোড়ো হাওয়া, অন্ধকার.. এই ব্যাপার টি কিঞ্চিৎ একঘেয়ে লেগেছে।
রিভিউটি লিখেছেনঃ Riya
0 Comments
আপনার মতামত লিখুন।