আরো দাও প্রাণ - সায়ন্তনী পূততুণ্ড Aro Dao Pran by Sainthani Preamtunda

আরো দাও প্রাণ - সায়ন্তনী পূততুণ্ড Aro Dao Pran by Sainthani Preamtunda

বই - আরো দাও প্রাণ 
লেখিকা - সায়ন্তনী পূততুণ্ড 

 উপন্যাসটি তিনটি কবির জীবনকাহিনী নিয়ে লেখা। কেন্দ্রীয় চরিত্রে আছে প্রথিতযশা কবি গহন দত্তগুপ্ত যিনি লেখার তাড়না হারিয়ে ফেলেছেন, আর আছে শুঁটকি নামে এক হারিয়ে যাওয়া কবি যার জীবনের একমাত্র স্বপ্ন নিজের লেখা দুই মলাটের মধ্যে দেখা, এছাড়া আছে মন্দার নামে এক অল্পবয়সী কবি যার নিত্য দিনের জীবনযাত্রায় কবিতা নিয়ে স্বপ্ন দেখা বিলাসিতা মনে হয়। এদের তিন জনের জীবনই এক সূত্রে জুড়ে যায় কবিতা ডট কম নামে এক ভার্চুয়াল সাইটে এসে। প্রত্যেকেই ছদ্মনামে রোজের বাঁধাধরা জীবন থেকে মুক্তি পেতে চায়। ভার্চুয়াল জগত আমাদের ভীষণ চেনা, এখানে ছদ্মনামে যেমন অনেকে নিজেদের প্রতিভা তুলে ধরে প্রশংসা অর্জন করে, আবার অনেকে কটূক্তি ও করে।  লেখিকা আমাদের চেনা একটি জগতকে অত্যন্ত মুন্সিয়ানার সাথে তুলে ধরেছেন, পড়ার পরে মনকে গভীর ভাবে নাড়া দিয়ে যায়। বেশ ভালো লেগেছে উপন্যাসটি।

Post a Comment

0 Comments