অর্ক সমগ্র প্রথম খণ্ড by পল্লব হালদার Arka Somogro 1 by Pallab Halder

অর্ক সমগ্র প্রথম খণ্ড by পল্লব হালদার Arka Somogro 1 by Pallab Halder

অর্ক সমগ্র প্রথম খণ্ড  
পল্লব হালদার 


লেখক প্রসঙ্গ:- ডক্টর অর্ক সেনের সঙ্গে আমার পরিচয়টা একটু অন্যরকমভাবে হয়েছিল সানডে সাসপেন্সের দৌলতে। শোনার পর থেকেই আমার প্রিয় হয়ে ওঠে । পল্লব হালদারের লেখার অনুরাগী হয়ে উঠি। লেখক নাইজেরিয়ার লাগোস শহরের বাসিন্দা। কর্মসূত্রে আমিও লাগোস শহরের বাসিন্দা এবং বঙ্গীয় পরিষদের দাক্ষিনে আমি ব্যাক্তিগত ভাবে ওনাকে চিনি।
লেখককে অনেক ধন্যবাদ এরকম একটি চরিত্র আমাদের মধ্যে আনার জন্য এবং সেটিকে একটি পুরো নতুন প্রকাশনার হাতে তুলে দেওয়ার জন্য। আমি সাইকোলজিকাল বিষয়বস্তু নিয়ে লেখা খুব পছন্দ করি । তাই যবে থেকে এই বইটা বেরোনোর কথা তখন থেকেই অপেক্ষা করছিলাম। 

ডঃ অর্ক সেন। আশেপাশে দেখতে পাওয়া আর পাঁচটা সাধারণ মানুষের মতই একজন তিনি। তবে তার আসল পরিচয়, লেগোসের (নাইজেরিয়া) নামজাদা এক মনোচিকিৎসক তিনি। কথার ছলেই পৌঁছে যান সামনে বসা মানুষের মনের মাঝে। বের করে আনেন আসলটাকে। আপাতদৃষ্টিতে অলৌকিক মনে হওয়া ঘটনার প্রাকৃতিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে বের করেন। আর এসবে প্রায়শই তাঁর পাশে থাকেন বন্ধুসম তুহিন, যার কলমের আঁচড়ে লেখা হতে থাকে সে সব ঘটনা।

বইটিতে ছটি গল্প রয়েছে।
১. ভয় 
২. ইল্যুশন 
৩. মনোমোহিনী 
৪. অভিশপ্ত ব্রেসলেট 
৫. সমান্তরাল 
৬. ওসানিন।

কোন গল্প আলোর কোন গল্প অন্ধকারের। গল্প গুলো অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনার, কিংবা অন্ধকারের থেকে চিরমুক্তি সব ই আছে। আলোছায়ার ক্রীড়াঙ্গন প্রতিটি গল্প।

বইটির প্রতিটি গল্পেই উপস্থিত কিছু না কিছু অলৌকিকতা। সবকটি গল্প অবশ্য সমান আকর্ষণীয় লাগেনি আমার। তবে কয়েকটি দারুন। সবচেয়ে ভালো লেগেছে প্রথম ও শেষ গল্পদুটি ('ভয়' ও 'ওসানিন')। 'সমান্তরাল' গল্পটি পড়তে পড়তে আবার এতটাই জটিলতার মধ্যে ঢুকে যেতে হল, আর একটু হলে একদফা ফিজাক্স বই পড়ে নেওয়ার দরকার পড়ছিল। তবে সব মিলিয়ে বেশ অন্যরকম একটি বই। বেশ একটা ভয় ভয় ব্যাপারও আছে, রহস্য উদঘাটনও আছে। আর সেটাই আবার মনের অতলে ডুবে সমাধানের খোঁজ নিয়ে আসার মাধ্যমে ঘটা। 
বইটির প্রচ্ছদ দারুন, একথা বলব না। তবে বই জুড়ে দারুন কিছু অলংকরণ আছে। 
ব্যাক্তিগত ভাবে লেখককে জানার সুবাদে এটা জানি যে ডাক্তার অর্কর পরবর্তী সংকলন আগামী বইমেলায় প্রকাশ পাবে।

অর্ক সমগ্র ১
লেখক: পল্লব হালদার
নাইজেরিয়া এর লেগোস এ বসবাসকারী ডাক্তার অর্ক সেন এর ছয়টি কাহিনীর সংগ্রহ অর্ক সমগ্র প্রথম খন্ড। সব কটা কাহিনী অর্ক এর স্নেহভাজন বন্ধুস্থানীয় তুহিন এর কাছ থেকে জানতে পারে পাঠক পাঠিকা রা।বলা বাহুল্য কর্ম সূত্রে তুহিন ও লেগোস নিবাসী। অর্ক মনোরোগ বিশেষজ্ঞ। কাহিনী গুলোর মধ্যে শেষ কাহিনী ছাড়া বাকি গুলো অর্কর কাছে চিকিৎসা নিতে আসা রুগী দের কেন্দ্র করে। শেষ কাহিনী টি তুহিন এর পরিচিত ফরেস্ট রেঞ্জার এর আমন্ত্রণে জঙ্গলে বেড়াতে যাওয়া কেন্দ্র করে। সব কটি কাহিনী মানসিক রোগীদের মানসিক বৈকল্য সম্পর্কিত হলেও অর্কর যুক্তি নির্ভর বিশ্লেষণ গল্পের মূল প্রতিপাদ্য। সব কটি গল্পই কম বেশি ভালো লাগলেও সমান্তরাল গল্প টি বিশেষ ভাবে উল্লেখ এর দাবি রাখে। 

আমাদের মনের তিনটি স্তর চেতন, অচেতন আর অবচেতন। মানসিক বৈকল্য প্রধানত এই অবচেতন মন এর কারিকুরি। তবে মানসিক বৈকল্য হোক বা মানসিক রোগ, অর্কর যুক্তি নির্ভর বিশ্লেষণ বেশির ভাগ ক্ষেত্রে ঘটনাক্রম এর যুক্তি গ্রাহ্য ব্যাখ্যা দিতে সমর্থ। তবে কখনো কখনো কোনো কোনো ঘটনা (সমান্তরাল কাহিনী টি বা অর্কর অর্কর বিবাহ ও বিবাহ বিচ্ছেদ সম্পর্কিত ঘটনা পুঞ্জ) অর্কর ব্যাখ্যাতীত হলেও পাঠকের মনোরঞ্জন করতে ব্যর্থ হয় না। অর্ক ও তুহিন এর সাথে পাঠক ও মেনে নিতে বাধ্য হয় 

There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy

রিভিউটি লিখেছেনঃ Saswata

Post a Comment

0 Comments