বই - আমি কমান্ডো
লেখক - দীপাঞ্জন চক্রবর্তী
বইয়ের শুরুতেই ভারতের এনএসজি কমান্ডো বাহিনী তৈরীর পটভূমি সংক্ষেপে বলা হয়েছে, সঙ্গে এনএসজিতে বাছাই পদ্ধতি, কঠোর ট্রেনিং নিয়ে কিছুটা আভাস দেওয়া হয়েছে।
পুরো বইটি জুড়ে রয়েছে বেশ কিছু রোমহর্ষক জঙ্গি দমন, সেনা অপারেশনের বর্ণনা যেগুলো রীতিমতো শিহরণ জাগায়, সঙ্গে অপারেশনে ব্যবহার হওয়া অস্ত্রের খুঁটিনাটি, প্রতিটি সেনা অভিযানের আগে প্রস্তুতি, গ্ৰাউন্ডওয়ার্ক, একজন কমান্ডোর মানসিক অন্তর্দ্বন্দ্ব, পরিবার ও পেশার সংঘাত পুরোটাই খুব realistic ভাবে লেখক ফুটিয়ে তুলেছেন। একই সঙ্গে পৃথিবী জুড়ে সন্ত্রাসবাদী সংগঠনগুলির কাজকর্ম, কিভাবে তাতে সরাসরি বা অপ্রত্যক্ষ ভাবে অর্থ আর ইন্ধন যোগায় বিশ্ব রাজনীতি আর বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা মাদক ব্যবসার সাম্রাজ্য তা লেখক মূল চরিত্রের জবানিতে বলেছেন।
আসলে এই বইটির নায়ক লেখক নিজেই, যিনি কর্মজীবনে একজন সফল কমান্ডো ছিলেন বলেই,এত অনায়াসে চাণক্য (গল্পের মূল চরিত্র) নামক কল্পিত চরিত্রের আড়ালে নিজের রক্তমাংসের কর্মজীবনের কিছু অংশ তুলে ধরতে পেরেছেন।
বইটি আপলোড করার জন্য টিম বর্ণপরিচয়কে অনেক ধন্যবাদ।
0 Comments
আপনার মতামত লিখুন।