আমার প্রিয় ভৌতিক গল্প
লেখকঃ হুমায়ুন আহমেদ
বইটার ভেতর মোট ২৬ টি গল্প (লেখকের নিজস্ব) দুইটি লেখা ও আছে। মুলত এটি একটি অতিপ্রাকৃত ভৌতিক গল্প সংকলন। বিশেষ করে যারা একসঙ্গে অনেক বড় বড় লেখকের ভৌতিক গল্প পড়তে আগ্রহী তাদের জন্য তো একেবারে সোনায় সোহাগা। আমার ব্যক্তিগত ভাবে বেশকয়েকটি গল্প বেশ পছন্দ। মায়া, নিশীথে, লাল চুল, গিন্নি মা এবং পাতাল কন্যা। মজার ব্যাপার হচ্ছে বইয়ে স্থান পাওয়া কিছু গল্প সানডে সাসপেন্সেও পড়ে শোনানো হয়েছে। আয়না শিরোনামে আছে দুইটি গল্প একটি লেখক হুমায়ুন আহমেদের নিজস্ব অন্যটি নরেন্দ্রনাথ মিত্রের। বইটার সফট কপি এভেইলেবল। হার্ড কপি হাতে থাকলে আরো ভাল।
ব্যক্তিগত পছন্দের বই। তাই রেটিং ৮.৫/১০
0 Comments
আপনার মতামত লিখুন।