২৪ নাম্বার শ্যামানন্দ রোড - সবুজ মুখোপাধ্যায় 24 Number Shamananda Road by Sabuj Mukhopadhay

২৪ নাম্বার শ্যামানন্দ রোড - সবুজ মুখোপাধ্যায় 24 Number Shamananda Road by Sabuj Mukhopadhay

২৪ নাম্বার শ্যামানন্দ রোড 
লেখক - সবুজ মুখোপাধ্যায় 
প্রকাশনী - খোয়াবনামা 


বিশ্বায়ন পূর্ববর্তী কলকাতার এক মধ্যবিত্ত পরিবারের যাপনচিত্র ছড়িয়ে আছে এই বইয়ের পাতায়। মাত্র কয়েক দশক আগের সেই কলকাতার সঙ্গে আজকের কলকাতার দূরত্ব একশো বছর ছাড়িয়ে গেছে। সেই হারিয়ে যাওয়া শহরের এক অন্য জীবনবোধ, এক সহজ জীবনযাপনের গল্প শুনিয়েছেন লেখক। এত অল্প সময়ে 'সেকাল' আর 'একালের' এই মস্ত ফারাক লেখা আছে এখানে। রূপকথার সেই শহরে পঁয়ত্রিশ পয়সায় বানরুটি পাওয়া যেত, হিন্ডালিয়ামের টিফিন বাকসো নিয়ে সবাই ইস্কুলে যেত। যেখানে কেরিয়ার, নাম্বার, ইঁদুর দৌড় ছেড়ে মানুষ গড়ার শিক্ষা দেওয়া হত। যখন চারদিক আকাশছোঁয়া বাড়ি দিয়ে ঢেকে যায় নি। বোরোলিনের সংসার পাতা সেই শহরটায় পাশের বাড়িকে নিজের পরিবার ভেবে নিয়ে অনুরোধ, আবদার করা যেত।

পুরনো সেই শহরের স্মৃতির সরণী বেয়ে লেখকের হেঁটে চলা নিয়েই এই বই।

রিভিউটি লিখেছেনঃ Saheli

Post a Comment

0 Comments