কবি || তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় Kobi Rivew & Pdf

কবি || তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় Kobi Rivew & Pdf

উপন্যাস- কবি
লেখক- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

"কবি"- কবিয়াল থেকে কবি হয়ে উঠার এক বহমান আখ্যান। মোটাদাগে বলতে গেলে "কবি" উপন্যাসের এই হল উপজীব্য। কিন্তু পড়ার পর মনে হল এই কবি কি কেবল কবিতা রচয়িতা? নাকি জীবন মহাকাব্যের এক কবি-যোধ্যা! যেমন কাঁচা সোনা পুড়ে হয় খাঁটি, ঠিক তেমনি নিতাইচরণের  জীবনে বাধা এসেছে, এসেছে প্রেম, এসেছে আরো অনেক কিছু। আর এই সকল কিছুই সে জয় করে হয়েছে কবি।
স্বাভাবিক জীবনবোধ বলে, প্রেম জীবনের এক অংশ। কিন্তু এই উপন্যাসের ঠাকুরঝির প্রেম, বসন্তের প্রেম আর দেশমাতৃকার প্রেমের সাথে নিতাইয়ের জীবন মিলেমিশে একাকার হয়ে এটিই প্রমাণ করে দিল প্রেম জীবনের অংশ নয়, প্রেমেই জীবন। প্রতি অংশে অংশে নিতাইয়ের তৈরি গানগুলোই যেন বলে দিচ্ছে এই কথা।

"এই খেদ আমার মনে মনে
ভালবেসে মিটল না আশ - কুলাল না এ জীবনে।
হায়, জীবন এত ছোট কেনে?
এ ভুবনে?"

Post a Comment

0 Comments