বই : রামায়ণ, খোলা চোখে
লেখক: হরপ্রসাদ মুখোপাধ্যায়
"রামায়ণ পড়েছেন?"
সপ্রতিভ উত্তর: "হ্যাঁ"
"কার লেখা রামায়ণ পড়েছেন?"
এবার স্মৃতির চিলেকোঠায় ঝুলঝাড়ু চালানোর পালা এবং সত্যির মুখোমুখি দাঁড়ানো। ছোটবেলায় জ্ঞানার্জনের ঊন্মেষ পর্বে ছবিতে রামায়ণ পড়েছি। এরপর মাঠে নামলেন রামানন্দ সাগর। দর্শক সত্ত্বা গ্রাস করলো পাঠক সত্ত্বাকে। রামায়ণ তাই পড়েছি কম দেখেছি বেশি। কৃত্তিবাসী রামায়ণের সাথে পরিচয় অবশ্য কারো কারো হয়েছে, তবে সেই রাম অযোধ্যাপতি নন,বাংলাদেশের শ্যামলিমা মাখা পেলব বঙ্গ সন্তান।
প্রশ্নের বৃত্তটা একটু ছোট করা যাক। আউটার,ম্যাগপাই,ইনার পেরিয়ে সরাসরি বুলস আই।
"বাল্মীকি রামায়ণ পড়েছেন?"
"সে তো সংস্কৃত!"
"চাণক্য শ্লোকের বেড়াই ভালো করে টপকাতে পারিনি আর এতো আস্ত মহাকাব্য!"
"আর তাতে আলাদা কিছু আছে নাকি?"
"আছে, অবতার রামচন্দ্রের বল্মীক সরিয়ে মানুষ রামচন্দ্রের কথা আছে, যে রামচন্দ্র নিজের স্বার্থসিদ্ধির জন্য স্ত্রী সীতা ও ভাই লক্ষণকে হত্যা করতে দ্বিধা করেন না, যে রামচন্দ্র বেদপাঠের অপরাধে এক নিরীহ বালককে দ্বিখণ্ডিত করেন স্বহস্তে, যে রামচন্দ্র আদ্যন্ত ক্ষমতা লোভী একজন রক্ষণশীল রাজা ছাড়া আর কিছুই নন তার কথা আছে। হাজার হাজার বছর ধরে ধর্মের দ্বারা সৃষ্ট রূপান্তরিত শিলার ন্যায় রামচরিত্রের দেবত্বের আড়ালে লুকিয়ে থাকা আগ্নেয় শিলারূপী নির্মম রামচরিত্রের কাহিনী আছে, পুত্র,ভ্রাতা,স্বামী, পিতা একজন পুরুষ তার জীবনে যে যে সম্পর্কের মধ্যে দিয়ে যায় তার সবকটিতেই শোচনীয়ভাবে ব্যর্থ যিনি। সেই রামকাহিনী বিধৃত করা বাল্মীকি রামায়ণের চুম্বকসার হলো এই বইটি। প্রতিটি অধ্যায় আপনার জানা রামায়ণকে যাকে বলে একেবারে ফরম্যাট করে দেবে। আপনি বুঝতে পারবেন রামায়ণ নিয়ে যা জানতেন ভুল জানতেন। ছোট্ট বই,মাত্র ২০৬ পাতা তার পুঁজি। তবে মানুষকে চটানো চটি বইয়ের মধ্যে কম্যুনিস্ট ম্যানিফেস্টো বা অ্যানিম্যাল ফার্মের সমগোত্রীয় এই বইটি। একটা শুধু বিধিবদ্ধ সতর্কীকরণ- রামভক্ত হলে বইটির ধারপাশ ও মাড়াবেন না,বিশ্বাসের সৌধে ফাটল ধরতে পারে।"
( শান্তনু বন্দোপাধ্যায় )
0 Comments
আপনার মতামত লিখুন।