কারনাক ক্যাফে - নাগিব মাহফুজ অনুবাদঃ ইফতেখার আমিন
মনে করুন হঠাৎ এক দুপুরে অলস সময় কাটাতে রাস্তা ধরে হাটছেন, দোকানগুলোর ডিসপ্লে কেস দেখতে দেখতে কেটে যাচ্ছিল সময়গুলো, হাটতে হাটতে মেইন রাস্তা থেকে একটু ভেতরে এক অপরিচিত ক্যাফের দরজার সামনে দাঁড়িয়ে ইতস্তত করছেন আপনি, সিদ্ধান্ত নিতে পারছেন না ভেতরে ঢুকবেন কিনা। এমন সময় ক্যাফের কাঁচের দরজা দিয়ে দেখতে পেলেন ম্যানেজারের চেয়ারে বসা আছে এমন এক রমনী, যৌবনকালে যার রুপের আর ব্যাক্তিত্বের ছটায় বশীভূত ছিলেন। ইতস্ততা ঝেড়ে ফেলে প্রবেশ করলেন ক্যাফেতে। কর্নারের এক চেয়ার দখল করে সেই রমনীর যৌবন থেকে মধ্যবয়সের পরিবর্তনগুলো বুঝার চেষ্টারত আপনার সামনে এসে দাঁড়ালো সে, স্বাগতম জানালো ক্যাফে কারনাকে।
এখান থেকে গল্পকথকের কারনাক ক্যাফেতে আসার শুরু। কুরুনফুলাকে দেখার, তার সাথে একটু গল্প করার বাসনায় নিয়মিত অতিথি হয়ে যান ক্যাফেতে। সময়ের সাথে সাথে পরিচয় আর বন্ধুত্ব হতে থাকে বাকিসব নিয়মিত অতিথিদের সাথে, যাদের মাঝে আছে সমাজের বিভিন্ন জায়গা থেকে আসা একদল আশাবাদী উচ্ছ্বসিত তরুণ তরুনী, আছে অতীতকে আঁকড়ে ধরে থাকা বৃদ্ধদের দল।
বিগত শতকের ষাটের দশকের মিশরের গল্প এটা। অস্থির সেই সময়ে ১৯৬৭ সালে ইসরায়েলের সাথে মাত্র ছয়দিনের যুদ্ধে মিশর পরাজয় স্বীকার করে। যুদ্ধ পূর্ব আর যুদ্ধ পরবর্তী সময়ের প্রেক্ষাপটে লেখা কারনাক ক্যাফে।
ক্যাফেতে বসে চরিত্রদের পারস্পরিক কথোপকথনের মাধ্যমে উঠে এসেছে সেই সময়ের রাজনৈতিক, সামাজিক অবস্থার বর্ননা। উঠে এসেছে কীভাবে যুদ্ধ প্রভাবিত করে বন্ধুত্ব, ভালোবাসাকে। কীভাবে একই আদর্শ ধারন করেও একজন পরিনত হয় বিশ্বাসঘাতকে আবার সবচে শত্রুজ্ঞান করা মানুষটাও পরিণত হয় বন্ধুতে।
নাগিব মাহফুজ কতটা শক্তিমান একজন লেখক, তারই যেন এক প্রদর্শনী এই বই। কলেবরে নভেলার সমান একটা বইতে এতকিছু এত দক্ষতার সাথে তুলে ধরা যে কারো কম্ম নয়।
আপনাদেরকেও কারনাক ক্যাফেতে স্বাগতম।
বইঃ কারনাক ক্যাফে
লেখকঃ নাগিব মাহফুজ
অনুবাদঃ ইফতেখার আমিন
প্রকাশকঃ ঐতিহ্য (বাংলাদেশ)
পৃষ্ঠাঃ ৮৬
মুদ্রিত মূল্যঃ ১৮০ টাকা
0 Comments
আপনার মতামত লিখুন।