জয় হে লেখক - গৌতম ভট্টাচার্য Joy He pdf& review

জয় হে লেখক - গৌতম ভট্টাচার্য Joy He pdf& review

বই - জয় হে
লেখক - গৌতম ভট্টাচার্য
প্রকাশক - দীপ প্রকাশন
দাম - ২৫০/- টাকা

প্রখ্যাত ক্রীড়াসাংবাদিক শ্রদ্ধেয় গৌতম ভট্টাচার্যর বিচরণ কেবল যে ক্রীড়াক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, সমাজের আরো বেশ কিছু আঙিনায় তার ব্যাপ্তি রয়েছে সে বিষয়ে আমরা পাঠকরা সকলেই অবগত। এই বইটি যেনো তারই এক দর্পণ..
বইটিতে মূলত সমাজের বিভিন্ন ব্যক্তিত্বের সাক্ষাৎকার, তার সাংবাদিক জীবনের বিভিন্ন সময়ের, সমন্বিত করে তুলে ধরা হয়েছে। বলা যেতে পারে বইটি একটি রত্ন, অন্তত আমার চোখে তাই মনে হয়েছে। কে নেই এখানে..!!
বইটিতে স্থান পেয়েছে ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব যেমন দিয়েগো মারাদোনা, সচিন তেন্ডুলকর, অমিতাভ বচ্চন, এনরিকে এগলেসিয়াস, সৌরভ গাঙ্গুলি, আশা ভোঁসলে, কপিলদেব, সুনীল গাভাস্কার, সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিনব বিন্দ্রা, ইমরান খান, মিঠুন চক্রবর্তী, মহেন্দ্র সিং ধোনি ও আরো অনেকের দুর্লভ সাক্ষাৎকার।

কেবলমাত্র তারকাদের নিছক সাক্ষাৎকার ই নয়, সাংবাদিকের নিজের জীবনের কিছু অভিজ্ঞতার কথা, প্রতিটি সাক্ষাৎকারেই কিছু বিশ্লেষণ বইটিকে আরো অন্য মাত্রা যোগ করিয়ে দেয়।

এ প্রসঙ্গে নামী দামী ব্যক্তিত্বদের বলা কিছু মূল্যবান কথা এখানে উল্লেখ না করে পারছিনা:

দেব আনন্দ : প্রাপ্তির কি কোনও শেষ সীমানা হয় নাকি...!!
রাহুল দ্রাবিড়: আপনি ঠিক যে জিনিসে ভালো, সেই জিনিসটায় আঁকড়ে পড়ে থাকতে হয়। পাশে অন্যের সাফল্য দেখে চোখ টাটাতে নেই..
অপর্ণা সেন: সৃষ্টির জন্য ইউ হ্যাভ টু লেট ইওরসেলফ ফ্রি।
দিয়েগো মারাদোনা: মাঠে প্রথমে হৃদয়টা উপুড় করো, তার উপর ফুটবলটা ঢেলে দাও।
ইমরান খান: পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসবাদী হলেন জর্জ বুশ..!
জিনাত আমান: অতীতে তারাই বাস করে যারা জীবন সম্পর্কে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে।
ইয়ান বোথাম: আরে ভাই, সাফল্যই তো জীবনের সব...
এনরিকে: নিজের টার্মসে বাঁচা..
রিচার্ড হ্যাডলি: পৃথিবীটা যদি হিংসমুক্ত হতো, কতই ভালো না হতো..
মনসুর আলী খান পতৌদি: আমার যদি একটা কপিলদেব থাকতো..!
অভিনব বিন্দ্রা: দিনে দশ ঘণ্টা, বারো ঘণ্টা পড়ে থেকেছি শুধু একটা চাঁদমারী রেখেই..
আশা ভোঁসলে: তুমি যোগ্য হলে ঈশ্বর কোথাও না বিচারটা করেই দেন।
ভিভ রিচার্ডস: ব্র্যাডম্যান মোটেও বাইবেল নন...
লিয়েন্ডার পেজ: অনন্ত পরিশ্রমের জন্য সবসময় তৈরি থাকতে হবে।
অনিল কাপুর: আমাদের এখানে সিস্টেমের আগে তারকা।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়: পরিবর্তন দেখতেই হবে।
মহেন্দ্র সিং ধোনি: বেশি ভাবলে নিজের মেকি আত্মবিশ্বাস জন্মাতে পারে।
বিদ্যা বালান: দানে দানে পে লিখা হ্যায় খানেওয়ালাকা নাম।
মিঠুন চক্রবর্তী: সবাই স্বপ্ন নিয়েই আসে।
অনিল কুম্বলে: আমার পরম্পরা সেই লোকটার যার ক্ষমতা সীমাবদ্ধ ছিল।
সৌমিত্র চট্টোপাধ্যায়: আমি ও উত্তমদা দুজনেই প্রচণ্ড যশাকাঙ্খী ছিলাম
সৌরভ গাঙ্গুলি: সবচেয়ে গুরুত্বপূর্ন হলো, আপনি নিজে নিজের সম্পর্কে কি ভাবছেন।
শাহরুখ খান: জীবনের বাজিটাজি নয়, আমি ভয়ঙ্কর লড়াইয়ের দর্শনে বিশ্বাসী।

আমার রেটিংয়ে বইটি এককথায় দশে দশ পাওয়ার যোগ্য...

Post a Comment

0 Comments