গল্প গুচ্ছ by রবীন্দ্রনাথ ঠাকুর

গল্প গুচ্ছ by রবীন্দ্রনাথ ঠাকুর

গল্প গুচ্ছ
রবীন্দ্রনাথ ঠাকুর


যে বই গুলো জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের এগিয়ে যেতে সাহায্য সেই ব ই গুলোর কাছে আমরা চিরকাল ঋণী। গল্প গুচ্ছ সেই রকম একটি ব ই। 

  কোন ছোটবেলা থেকে না জেনে, না বুঝে কখনো শুধু গড়গড় করে রিডিং পড়ে গল্প গুলো শেষ করেছি। তারপর যখন বুঝতে শিখলাম এক  একটি গল্প মণি মুক্তো হয়ে গেল। 

 দেনাপাওনা গল্পে নিরুপমার অসহায়তা, শাস্তি গল্পে অভিমান, কাবুলিওয়ালার কন্যাপ্রেম ছোটবেলাকে মুগ্ধ করেছে। একটু যখন বড়ো হলাম  সামনে এলো "একরাত"  "মণিহার" "মধ্যবর্তীনী" "জীবিত মৃত"।  জীবনের প্রতিটি পাতা যত্ন করে পড়তে শেখালো গল্পগুলো। যত্ন করতে শেখালো জীবনে গড়ে ওঠা প্রতিটি সম্পর্ককে। 

কিশোর বয়েসের রোমাঞ্চকর জীবন যাপন করতে গিয়ে দেখা হল "ক্ষুদিত পাষাণে"। 'সব ঝুট হ্যায়' বলে যে পাগল সারা রাত ঘুরতো সেই শেখালো বাস্তব বোধ। পরাবাস্তব আর বাস্তবের মাঝখানে এসে দাঁড়াল সে। সেই জমিদার দক্ষিনাচরণ আজও হয়তো 'নিশিথে' এসে দাঁড়ায় ডাক্তারের সামনে। মধ্যরাতে ডাক্তারের ঘুম ভাঙ্গিয়ে বলতে চায় "সেই তার" উপস্থিতি। হয়তো  বা মুক্তি খোঁজে অপরাধ বোধের হাত থেকে।

জীবনের প্রতিটি উত্থান পতনের গল্প আছে "গল্পগুচ্ছ"তে। আমি পড়ি আর ঋণী হই বারবার রবিঠাকুরের কাছে।


ধন্যবাদ,
পারমিতা সেন

Post a Comment

0 Comments