দেশ বিদেশের গুপ্তধন ❤️
গুপ্তধন, এই নাম টি শুনলে মানুষের মনে এক আগ্রহ জেগে ওঠে। কিশোর বয়সে এরকম গুপ্তধনের গল্প পড়ে গুপ্তধন খোঁজার চেষ্টাও করেছি হয়তো আমরা অনেকেই। এই বই টি যেন সারা পৃথিবীর বেশ কিছু হারিয়ে যাওয়া গুপ্তধনের খোঁজ এনে দিলো।
খোঁজ বলতে তাদের সম্বন্ধে আলোচনা।
কিছু আগে শুনেছি, তবে বেশিরভাগ টাই এই বই এর মাধ্যমে জানতে পারলাম।
আমাদের দেশে সাথে পৃথিবীর আরো অনেক দেশের লোকমুখে প্রচলিত সেই হারিয়ে যাওয়া গুপ্তধনের ব্যাপারে বই টি থেকে জানতে পারলাম। স্বল্পের মধ্যে লেখক জমিয়ে দিয়েছেন বলা যায়। এই তথ্য গুলি জোগাড় করতে তাকে যথেষ্ট পড়াশোনা ও করতে হয়েছে বোঝা যায়।
পুরো বই টি অল্প সময়ের মধ্যে শেষ করেছি, এই চমকপ্রদ লেখনীর গুনেই। বিশেষতঃ আমাদের দেশের মধ্যে থাকা এত গুপ্তধনের খোঁজ পেয়ে তো এবারে মন টা সেগুলি খুঁজতে যেতে মন চাইছে
আর বিদেশের গুপ্তধনের সম্বন্ধে জানতে পেরে বিস্মিত হয়েছি।
সূচিপত্র দেখলেই বুঝবেন বই টি ও একটি গুপ্তধনের থেকে কম নয়। যাইহোক বই টি পড়ে একটা জিনিস খারাপ লেগেছে, এর বিস্তার। আরো একটু বেশি বিস্তারে আলোচনা আশা করেছিলাম। আসলে যতোই নতুন নতুন গুপ্তধনের ব্যাপারে জানতে পারছি, ye dil mange more!
গতকাল সন্ধ্যে থেকে রাত অব্দি এই বইটির মাধ্যমে ভালোই কাটলো। ধন্যবাদ রইলো অরন্যমন প্রকাশনী কে এত সুন্দর একটি বই উপহার দেওয়ার জন্যে।
প্রকাশক : অরন্যমন
মূল্য : ২০০/-
ধন্যবাদ
0 Comments
আপনার মতামত লিখুন।