চাঁদের পাহাড় লেখক: বিভূতি ভূষণ বন্দোপাধ্যায় Chader Pahar Review

চাঁদের পাহাড় লেখক: বিভূতি ভূষণ বন্দোপাধ্যায় Chader Pahar Review

বই: চাঁদের পাহাড়
লেখক: বিভূতি ভূষণ বন্দোপাধ্যায়

কিছু কিছু বই আছে যেগুলো একটা নির্দিষ্ট  বয়সে না পড়লে আমাদের বাঙালী জীবন সম্পূর্ণ হয় না। যেমন ছেলেবেলায় ঠাকুরমার ঝুলি, সুকুমার রায়ের গল্প, কবিতা ঠিক তেমনি কৈশোরে চাঁদের পাহাড়।

কে না এডভেঞ্চার ভালোবাসে? আর তা যদি হয় এই চিরপরিচিত সমতল বাংলার ভূমি থেকে বহু বহু দূরে গহীন, বন্য, সভ্যতার আলোকহীন আফ্রিকায়, mountain of moon এ। তাহলতো আর কথাই নেই।

বইটি প্রথম প্রকাশিত হয় আজ হতে প্রায় ৮৪ বছর আগে। গল্পটির প্লট তারো আগের৷ ১৯০৯-১৯১০ সাল।

কি নেই এই রোমাঞ্চকর উপন্যাসে? প্রকাণ্ড বড় বড় সিংহ, আফ্রিকার ক্রুঢ়তম সাপ ব্লাক মাম্বা, রোডেশিয়ান মন্সটার বলে খ্যাত ডিঙ্গোনেক, হীরক খনির পাহারাদার বুনিপ, সুউচ্চ পাহাড়, অভেদ্য বন্য অরণ্য, কালাহারি মরুভূমি, গাছে গাছে বেবুনের দল, বুনো হাতির ডাক, জুলু, মাসাই এর মত প্রাচীন উপজাতি, হাজার রকম জায়গার বর্ণনা। কি নেই?

সর্বোপরি, চাঁদের পাহাড় বাংলা সাহিত্যের এক অনন্য এডভেঞ্চার কাহিনী। এক অমর সৃষ্টি। এটি বাঙালীর রোমাঞ্চকর এডভেঞ্চারপ্রিয়তার প্রতীক। এই বইটি যুগ যুগ ধরে বাঙালী কিশোর যুবক কে সাহসী, এডভেঞ্চারপ্রিয় করে তুলেছে। নতুন কে দেখার, দুর্জয় কে জয় করার, বিশ্বকে নিজের করে নেওয়ার অদম্য সাহস যুগিয়েছে৷ প্রতিটি কিশোরকে স্বপ্ন দেখিয়েছে৷ প্রকৃতির অজানা হাজারো রহস্যের সমাধানে হৃদয়কে উদ্বুদ্ধ করেছে। আরো যুগ যুগ ধরে করবে৷

Post a Comment

0 Comments