বিশ্বহৃদয় পারাবারে: মোরিৎস ভিনটারনিৎস (সটীক অনুবাদ ও সম্পাদনা: দেবব্রত চক্রবর্তী) Bishwhridoy Parabare pdf & Review by Moritz Winternitz

বিশ্বহৃদয় পারাবারে: মোরিৎস ভিনটারনিৎস (সটীক অনুবাদ ও সম্পাদনা: দেবব্রত চক্রবর্তী) Bishwhridoy Parabare pdf & Review by Moritz Winternitz

বিশ্বহৃদয় পারাবারে: মোরিৎস ভিনটারনিৎস
(সটীক অনুবাদ ও সম্পাদনা: দেবব্রত চক্রবর্তী)
[আনন্দ পাবলিশার্স]
মূল্য: ৫৫০ টাকা

পুন্যশ্লোক জার্মান পন্ডিত ও খ্যাতনামা ভারততাত্ত্বিক মোরিৎস ভিনটারনিৎস আমাদের কাছে মূলত পরিচিত বিশিষ্ট বেদজ্ঞ এবং 'ভারতীয় সাহিত্যের ইতিহাসের' (তিন খন্ড)। এছাড়াও তিনি আরেকভাবেও আমাদের আপন। সূত্রটি হলেন কবিগুরু। ১৯২১ সালে কবির প্রাগ সফরের আলাপনী পূর্ণবিকশিত হল পন্ডিতের কবিআহ্বানে ভারতে আগমন এবং প্রায় এক বছরের জন্য শান্তিনিকেতনে অধ্যপনার মাধ্যমে। রবীন্দ্রনাথের সঘন সান্নিধ্য ভিনটারনিৎসকে কবির মনন ও জগৎ সম্পর্কে অবগত করে এবং তিনি প্রাগে ফিরে রবীন্দ্রনাথের ধর্ম ও জীবনবীক্ষা সম্পর্কে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি করেন। কবির জন্মের হীরকজয়ন্তীতে তাঁর উপহার ছিল বিখ্যাত বই Rabindranath Tagore: Religion und Weltaschauung des Dichters (রবীন্দ্রনাথ ঠাকুর: কবির ধর্ম ও বিশ্ববীক্ষা)। 

আলোচ্য বইটিতে 'রবীন্দ্রনাথ ঠাকুর: কবির ধর্ম ও বিশ্ববীক্ষা' ছাড়াও অধ্যাপক ভিনটারনিৎসের রবীন্দ্রনাথ বিষয়ক প্রায় যাবতীয় জার্মান প্রবন্ধাবলীর (১১) সটীক অনুবাদ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট জার্মান ভাষা ও সাহিত্য শিক্ষক শ্রী দেবব্রত চক্রবর্তী। সহজ ও সচ্ছন্দ অনুবাদ ভাষার দূরত্ব ঘুচিয়ে মননের মধুকে সহজলভ্য করতে পেরেছে অচিরেই। বাড়তি পাওনা কিছু দুর্লভ আলোকচিত্র এবং কবির সাথে পন্ডিতের পত্রমিতালীর আন্তরিক ও অনুপম পরিচয়। এছাড়াও ভিনটারনিৎসের বিষয়ে তাঁর পরিবার-পরিজনের স্মৃতিচারণে উঠে এসেছে ব্যক্তি ভিনটারনিৎস, তাঁর যাপন এবং সমকালীন জার্মান, ভারতীয় এবং সর্বোপরি আন্তর্জাতিক মননমন্ডলীতে এই প্রাচ্যবিদ্যামহার্ণবের অবাধ গতায়াত এবং সমকালীন জার্মানির সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমন্ডলের অনুপম বর্ণনা। ভূমিকাটি অতি প্রয়োজনীয়। পরিশেষে বলা যায়, এই বইটি কেবল ভিনটারনিৎসের রবীন্দ্রবীক্ষা বা ভারতবীক্ষার দলিলমাত্রই নয়, বরং স্থানিক দূরত্বের ব্যবধান মুছে আন্তর্জাতিক স্তরে হিতৈষী মননের মেলবন্ধনের এক অনুপম কাহিনী, যা আরেকভাবে বলা যায় রবীন্দ্রনাথের আন্তর্জাতিক মননমন্ডলীতে গ্রহনযোগ্যতা এবং গুরুত্বেরও এক মনস্বী স্বাক্ষর। এই বহুমুখীনতাই বইটির আত্মা। অলমিতি। শারদীয়া শুভেচ্ছা।

Post a Comment

0 Comments