শারদীয়া অন্তরীপ ১৪২৯
উপন্যাস : কবিশ্বরী
লেখক : অভীক মোহন দত্ত
শারদীয়া অন্তরীপ থেকে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত উপন্যাস পড়লাম যার নাম 'কবিশ্বরী'। বিন্দুবাসিনী নামক এক পিতৃ-মাতৃহীন ডানপিটে মেয়ের, স্নেহের আশ্রয় বঞ্চিত বাল্য কৈশোর কাটানো একরোখা একটি মেয়ের প্রখ্যাত কবিয়াল হয়ে ওঠার কাহিনী এটি। বাংলা সাহিত্যের বা সংগীতের ইতিহাসে এন্টনি ফিরিঙ্গি এর সমসাময়িক কবিয়াল যজ্ঞেশ্বরী দাসীর প্রসঙ্গ আমরা পেয়ে থাকি বটে, তবে বিস্মৃতপ্রায় যজ্ঞেশ্বরী কে, তার জীবনের চড়াই উৎরাইকে প্রাঞ্জলভাবে সেই অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর প্রেক্ষাপটেই চমৎকার ভাবে নির্মাণ করেছেন লেখক। যে যুগে মহিলাদের শিক্ষাগ্রহন তাদের বৈধব্যের কারন বলে নির্ধারিত হত, সেই যুগে শুধু শিক্ষাগ্রহনই নয় রীতিমত ছন্দ অলংকার অনুপ্রাস সমস্ত আয়ত্ত করে, তাৎক্ষণিক কাব্য-সংগীত রচনায় পটয়সী হয়ে তাক লাগিয়ে দিয়েছিল বিন্দুবাসিনী ওরফে যজ্ঞেশ্বরী। পুরান যুগের হয়েও চিন্তায় ভাবনায় মনে মননে সে যে অনেক আধুনিকা-উদারচেতা-সাহসী ছিলো, লেখকের লেখনীর গুনে তা আরো একবার পাঠক চিত্তে প্রতিভাত হয় ।
ব্যক্তিগতভাবে উপন্যাসটি আমার খুবই ভালো লাগলেও, জায়গায় জায়গায় মনে হচ্ছিল নারায়ণ সান্যাল এর ঐতিহাসিক উপন্যাস গুলো পড়ছি, বিশেষ করে রূপমঞ্জরীর প্রথম খণ্ডের কথা খুব মনে পড়ছিল।
এছাড়াও সকল লেখকদের তালিকা একনজরে দেখুন এখানে।
0 Comments
আপনার মতামত লিখুন।