পরিযায়ী - নন্দিতা বাগচী Porijayee pdf download & Review

পরিযায়ী - নন্দিতা বাগচী Porijayee pdf download & Review

পরিযায়ী - নন্দিতা বাগচী 


বিভিন্ন গ্রুপে এই উপন্যাসটির পিডিএফ চেয়েও না পেয়ে অবশেষে কিনে ফেললাম বইটি ৷ দু দিনে পড়ে শেষও করলাম ৷ আগে দেশ অথবা সানন্দায় এই উপন্যাসটি ধারাবাহিক ভাবে বেরোত ৷ তখন কিছুটা পড়েছিলাম ৷
রূপঙ্কর ডাক্তার,সে, স্বস্তি আর তাদের দুই ছেলে বহুকাল আমেরিকা প্রবাসী ৷ নিজের দেশকে কিছু প্রতিদান দেওয়ার তাগিদে তারা দেশে ফেরে ৷ ফিরে খোলে নার্সিংহোম 'রিজুভ' ৷ তারপর তাদের সংসার, সংসার সম্পর্কের ওঠাপড়া আর নার্সিংহোম নিয়ে প্লট আপন ছন্দে এগিয়ে চলে ৷
এর মাঝে একটু নিষিদ্ধ সম্পর্কেরও আভাস পাওয়া যায়৷ রূপঙ্কর কিছুটা হলেও তার ভাগনেবৌ রাগিণীর প্রতি আকৃষ্ট ৷ নিজের স্পার্মদান করে সে সন্তানদান করে রাগিনীকে ৷ 
এছাড়াও নার্সিংহোমের বিভিন্ন জটিলতা, ডাক্তার এবং নার্সদের নিজস্ব পলিটিক্স, অবৈধ সম্পর্ক...প্রভৃতি বিভিন্ন সাবপ্লট আছে ৷
আমার উপন্যাসটি ভালোই লেগেছে ৷ কিন্তু নন্দিতা দেবীর লেখা হিসেবে একটু ফ্ল্যাট লাগল ৷ শেষদিকে কোন মোচড় আশা করেছিলাম, সেদিক থেকে একটু হতাশই হয়েছি ৷
পড়ে ফেলতে পারেন এই উপন্যাসটি ৷ খারাপ লাগবে না৷

Post a Comment

0 Comments