নাটক জমেছিল - আশাপূর্ণা দেবী Natok Jomechilo pdf download & Review আশাপূর্ণা দেবী

নাটক জমেছিল - আশাপূর্ণা দেবী Natok Jomechilo pdf download & Review আশাপূর্ণা দেবী

নাটক জমেছিল
ছোটগল্প
বই : সেইসব গল্প - আশাপূর্ণা দেবী


আশাপূর্ণা দেবীর লেখা শিশু সাহিত্য সবসময়ই সুপাঠ‍্য ও সহজবোধ্য। অকারণ উপদেশ বা জটিল মনস্তাত্ত্বিক বিশ্লেষণ নয়, বরং সাধারণ জীবনের ঘটনাগুলো সহজ ভাষায় প্রকাশ করা যে কতটা কঠিন, তা পাঠকমাত্রেই জানবেন। সেখানেই লেখিকার সাফল্য। আমাদের ফেলে আসা শৈশবের রঙিন দিনগুলো আবার করে ফিরে পেতে এই লেখা এক বড় সম্বল!

গল্পে দেখা যায়, টুনুমাসীর আগমন ঘিরে কুটুস , পুটুস ও লেটুস - তিন ভাইবোনের প্রবল উদ্দীপনা। টুনুমাসী ঠিক করেন ওদের নিয়ে মঞ্চস্থ করবেন 'বকরাক্ষস বধ' নাটক। তারপর সেই নাটক পরিবেশন করা নিয়ে যে হাসির ঘটনাবলী ঘটে, তাই এ গল্পের বিষয়। কখনো কুন্তীর পরিবর্তে ভীম এসে কুন্তীর ডায়লগ বলে দিচ্ছে, তো কখনো বকরাক্ষস এসে নানাবিধ খাদ‍্যসামগ্ৰী দেখে কেবল খেয়েই চলেছে! শেষপর্যন্ত এই সব বিপর্যয়ের পরেও টুনুমাসী কিভাবে সবকিছু সামাল দেন, সেটা সত্যিই বিস্ময়কর!

মূলত ছোটদের জন্য লেখা হলেও বড়রাও সমানভাবে এর হাস‍্যরস উপভোগ করতে পারবেন। আটপৌরে স্বাভাবিক ও চলতি কথার মতোই গল্প এগিয়ে চলে নিজের গতিতে। খেলায় হার-জিতের মতোই জীবনের নানা ব‍্যর্থতার মধ‍্যেও যে লুকিয়ে থাকে আশাবাদ ও সাফল্যের স্বপ্ন, খারাপের ভিতরেও যে পজিটিভ দিক খুঁজে পাওয়া যায় - তার এক সরল অথচ হৃদয়স্পর্শী ইঙ্গিত রয়েছে গল্পের শেষে। এর জন্য আলাদা করে লেখিকার বিশেষ সাধুবাদ প্রাপ্য!

Post a Comment

0 Comments