নাছোড়বান্দা || রাজা ভট্টাচার্য Nachorbanda pdf & Reviews

নাছোড়বান্দা || রাজা ভট্টাচার্য Nachorbanda pdf & Reviews

লেখক : রাজা ভট্টাচার্য
উপন্যাস : নাছোড়বান্দা

সাহিত্যকে সমাজের দর্পণ বলা যে কতটা যুক্তিযুক্ত তার আরও একবার প্রমাণ পাওয়া যায় এই উপন্যাসটিতে।   করোনাকালীন ও করোনা পরবর্তী সময়ে পশ্চিমবাংলার এক সরকারপোষিত বাংলা মধ্যম বিদ্যালয়ের বাংলার শিক্ষক এই উপন্যাসের কথক। কুড়ি বছর আগে তাঁর এই বিদ্যালয়ে যোগদান এর দিনটি থেকে সেই সময়কাল, বারো'শ ছাত্রের দাপাদাপি আর বর্তমান করোনা-উত্তর সময়ে হাতেগোনা কিছু ছাত্রের উপস্থিতি, শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক চেষ্টা তাদের ফিরিয়ে আনার সমস্তকিছুই খুব সাবলীল ভাবে ফুটিয়ে তুলেছেন লেখক। লেখার ধরণ এতই অনাড়ম্বর, সাবলীল যে পড়তে পড়তে মনে হচ্ছিলো চরিত্রগুলোর পাশে পাশে থেকেই যেন ঘটনা গুলো দেখতে পাচ্ছি। 

সবমিলিয়ে উপন্যাসটি পড়ে বেশ ভালো লেগেছে, খুব কম হলেও কয়েকটি ক্ষেত্রে কাব্য-কবিতার রহস্যময় মিষ্টিক-ভাব কিছু জায়গায় এসেছে, আর অদূর অতীতের অতিমারী , যার স্মৃতি আজও টাটকা, বিভিন্ন ঘটনাক্রমে সেই অন্ধকার দিনের প্রসঙ্গ তুলেও শেষ অব্দি আলোর পথ- উত্তরণের পথের দিশা দেখিয়ে উপন্যাসটি শেষ করায় আরো ভালো লেগেছে। নামকরণের সার্থকতার প্রসঙ্গে গেলামনা, স্পয়লার হয়ে যাবে, একটাই কথা বলার,দেশ ভক্তির যে পথ লেখক দেখিয়েছেন তাও অনবদ্য, দেশের মানুষের সার্বিক মঙ্গলসাধনের চেয়ে বেশি দেশভক্তি প্রদর্শন যে অন্যকিছুতে নেই তা আরো একবার উঠে এসেছে।

Post a Comment

0 Comments