গড় শ্রীখন্ড লেখক : অমিয়ভূষণ মজুমদার Gor Sreekhanda pdf & Review

গড় শ্রীখন্ড লেখক : অমিয়ভূষণ মজুমদার Gor Sreekhanda pdf & Review

বই : গড় শ্রীখন্ড 
লেখক : অমিয়ভূষণ মজুমদার 
প্রকাশনী : দে'জ পাবলিশিং 

পদ্মা তীরবর্তী একটি ছোটো জনপদ গড় শ্রীখন্ড বা চিকন্দি। সেই চিকন্দির মানুষ, তাদের জীবনের নানা ওঠাপড়া, এবং ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে স্বাধীনতা, দেশভাগ, দাঙ্গা, দুর্ভিক্ষে বিপর্যস্ত সেই সমাজের এক জীবন্ত দলিল এই উপন্যাস। লেখক একই সঙ্গে এখানে সমাজের উচ্চতম সামন্ত শ্রেণীর প্রতিভূ স্যান্যাল বাড়ি, মধ্যবিত্ত শ্রেণীর কৃষক রামচন্দ্র, শ্রীকৃষ্ট অধিকারী, আলেফ শেখ প্রমুখ এবং নিম্নবিত্ত শ্রেণী হিসেবে সান্দার জনগোষ্ঠীর ছবি এঁকেছেন। এই সান্দাররা আবার ব্রিটিশ পুলিশের খাতায় অপরাধপ্রবণ জাতি হিসেবে বংশপরম্পরায় চিহ্নিত। অমিয়ভূষণ দেখিয়েছেন কিভাবে সামাজিক ঘূর্ণাবর্তে পড়ে প্রতিটি স্তরের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিন শ্রেণীর তিনটি সমান্তরাল কাহিনী এখানে একই সঙ্গে প্রবাহিত, পরস্পর সম্পৃক্ত কিন্তু তাদের ভিন্ন অবয়ব আলাদা করে চিনে নিতে কোথাও অসুবিধা হয় না। কীর্তিনাশা পদ্মা এখানে মানব জীবনের রূপক। যেভাবে তার এক কূল ভেঙে অন্য কূল গড়ে ওঠে, ঠিক সেভাবেই মানব জীবনেও একদিকে ভাঙন, আর অন্যদিকে সেই ভাঙ্গনের মধ্যে থেকেই নতুন জীবনের জয়গান সূচিত হয়েছে। উপন্যাসের ভাষাও চলমান কাহিনীর সঙ্গে তাল রেখে অত্যন্ত সাবলীল, গতিময়। বিশ শতকের চল্লিশের দশকে গোটা উপমহাদেশের যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পটপরিবর্তন, সর্বোপরি মানব চেতনার ভাঙাগড়া চলেছে, ক্ষুদ্র চিকন্দির ক্যানভাসে তারই পূর্ণায়ত ছবি এঁকেছেন লেখক। এই ছবি পাঠককে আলোড়িত করে, কিন্তু পীড়িত করে না; স্বপ্ন দেখায়, জীবনে এগিয়ে চলার প্রেরণা দেয়। 
রেটিং : ৯/১০

Post a Comment

0 Comments