দণ্ডক শবরী - নারায়ণ সান্যাল Dandak Shabari pdf download by নারায়ণ সান্যাল

দণ্ডক শবরী - নারায়ণ সান্যাল Dandak Shabari pdf download by নারায়ণ সান্যাল

বই-দণ্ডক শবরী
লেখক- নারায়ণ সান্যাল


বই টি পড়তে শুরু করি একটা থ্রিলার ভেবে, কিন্তু তা এত নয় এমন কি শুরু টাও ভালো লাগেনি , ভাবিনি যে এই রিভিউ দেব। কারণ ৭ দিনে মাত্র ১০ কি ১২ পাতা পড়েছিলাম। কিন্তু  আস্তে আস্তে বইটা ভালো লাগতে লাগলো।
এই বই দণ্ডক অরণ্য অঞ্চল নিয়ে লেখা, সেখানকার প্রাকৃতিক বর্ণনা , সৌন্দর্য , আদিবাসী দের জীবনযাত্রা , তাদের সামাজিক নিয়ম নীতির বর্ণনা।
1960 দশকে র পটভূমিতে গল্পটি লেখা লেখন সেও অঞ্চলে চাকরি সূত্রে সেখানে গিয়েছিলেন। প্রকৃতির অপূর্ব বর্ণনা দিয়েছেন বন জঙ্গল , গাছপালা, রাতের অরণ্য পরিবেশ এক কথায় অনবদ্য। তার সাথে আছে পৌরাণিক ধারণা যে কিভাবে এই অঞ্চল সৃষ্টি হলো তার বিভিন্ন সূত্র। আর তার সাথে যুক্ত আছে একটি বেদনাদায়ক ভালোবাসার কাহিনী। 
লেখক খুব সুন্দর ভাবে একটি প্রশ্ন রেখেছেন যে আমরা সভ্য সমাজের মানুষ জন যে সমাজনীতি মানি তা কি সত্যি ওই আদিবাসী দের সমাজনীতি থেকে উন্নত? হয়তো আমাদের ভাষা লিখিত আছে, আমরা বিদুৎ ব্যাবহার করি , বস্ত্র দ্বারা আমাদের লজ্জা নিবারণ করি কিন্তু আমাদের মনের অন্ধকার দিকটাকে উপেক্ষকরি র আদিবাসীদের অসভ্য বলি।

এখানে আমরা সভ্য মানুষ নিজের স্বার্থে অন্যের মৃত্যু পর্যন্ত কামনা করতে পারি।
আবার স্থান কাল পাত্র না ভেবে  আমরা এমন মন্তব্য করে থাকি যাতে আমাদের নিজের কাছের মানুষকে আঘাত করে ফেলি না চাইতেও, কিন্তু একরার মুখ থেকে কথা বেরিয়ে গেল তা তো ফেরানো যায়না।

Post a Comment

0 Comments