Blue flower 4 - অভীক দত্ত pdf & Review

Blue flower 4 - অভীক দত্ত pdf & Review

Blue flower 4
লেখক - অভীক দত্ত

Blue flower 4 হল লেখক অভীক দত্তের লেখা spy thriller series Blue Flower er চতুর্থ খন্ড...

 RAW এর agent সায়ক বড়াল তো পাকিসেতানের মাটিতে থেকে তার কাজ করে চলেছে.... কিন্তু রাওয়ালপিন্ডির এক বড় লিংক ইমান শেখ ওদের হাতে খুন হলে , তার জায়গায় পাঠানো হয় বাংলার ছেলে বীরেনকে... 

অন্যদিকে, বাংলাদেশে আবার মাথাচারা দিচ্ছে i. S. I. এর মতো সংস্থা, যারা বাংলাদেশের মাটিকে  ব্যবহার করে এদেশে নাশকতার প্রস্তুতি নিচ্ছে... তাদের কার্যকলাপ সম্পর্কে জানতে সেখানে পাঠানো হয় আশরাফ আর মাথুরকে...

আর যেটা সবথেকে চিন্তার যে, এই ভারতের মাটিতেই পাকিস্তানের এক চর সাধুবাবা সেজে বিরাট এক চক্র ফেঁদে বসেছে যার আড়ালে আসলে চলে  বেআইনী অস্ত্রের আমদানী আর ভারতের বিভিন্ন শহরে হামলার ছক...

তিনটি দেশ জুড়ে ছড়িয়ে আছে এই উপন্যাসের বিভিন্ন সূত্র.. সায়ক, বীরেন, মাথুরদের information কে কাজে লাগিয়ে RAW অধিকর্তা তুষার রঙ্গনাথন কীভাবে এই হামলার হাত থেকে দেশকে রক্ষা করেন, তাই নিয়েই এই উপন্যাস...

এই উপমহাদেশে ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে কীভাবে আজও বোকা বানানো হয়, পলিটিশিয়ানরা ক্ষমতার লোভে যে কতদূর যেতে পারেন, তার বাস্তবসম্মত বিবরণ বই জুড়ে আছে... তিনটে দেশের বিভিন্ন জায়গার বর্ণনা লেখক অত্যন্ত দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন... অত্যন্ত টানটান এই বইটা একবার পড়তে শুরু করলে, শেষ না করে ওঠা যাবেনা...

তবে, যেভাবে লেখাটা শেষ হল, তাতে মনে হচ্ছে যে এর আরও পার্ট আসবে... সব মিলিয়ে  spy thriller যদি আপনার পছন্দের জঁর হয়, তবে এই বইটা আপনার অবশ্যই ভাল লাগবে...

Post a Comment

0 Comments