বাস্তি - ইনতিজার হুসেইন Basti Review & pdf by Intizar Hussain

বাস্তি - ইনতিজার হুসেইন Basti Review & pdf by Intizar Hussain

বাস্তি
লেখকঃ ইনতিজার হুসেইন
অনুবাদঃ সালেহ ফুয়াদ
প্রকাশনীঃ ঐতিহ্য (বাংলাদেশ)
পৃষ্ঠাঃ ২০৫
মুদ্রিত মূল্যঃ ৪০০
উর্দুতে "বাস্তি" মানে লোকালয়,  বসবাসের জায়গা, গ্রাম, শহর। নিজের জীবনের স্মৃতিচারণ করতে করতে ১৯৭১ সালের ডিসেম্বরে ইতিহাসের  অধ্যাপক জাকির ডায়েরি লেখা শুরু করেন। গল্পের শুরু হয় জাকিরের শৈশবের বাস্তি রুপনগর থেকে। সাতচল্লিশের দেশভাগ, সাতান্নর সিপাহি বিপ্লব, পয়ষট্টির ভারত-পাকিস্তান যুদ্ধ, উনসত্তরের গণঅভ্যুত্থান,  একাত্তরের যুদ্ধ সবই উঠে আসে তার সৃতিচারণে। কিন্তু যুদ্ধ, রাজনীতি কখনোই গল্পের প্রধান উপকরণ হয়ে ওঠে নি। তারচেয়ে অস্থিতিশীল সেই সময়গুলো কিভাবে সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলে সেটাই ফুটিয়ে তুলতে চেয়েছেন লেখক। রুপনগর থেকে বিয়াসপুর, জাহানাবাদ হয়ে লাহোরে এসে সমাপ্ত হয় জাকিরের যাত্রা।
রুপনগরের শৈশব,  বিয়াসপুরের বয়ঃসন্ধিকাল কিংবা লাহোরের পরিনত এক যুবকের বয়ানে হারিয়ে গিয়েছিলাম ফেলে আসা সেই সময়গুলোতে। তার খেলার সাথি, সাবিরার সাথে ভালোবাসার পরিস্ফুটনের সময়,  বন্ধুদের সাথে শিরাজ কিংবা ইম্পেরিয়ালের আড্ডাগুলোয় মনে হচ্ছিল ওদের পাশেই ছিলাম।
ইনতিজার হুসেইন গল্পের মাঝে তিক্ত কিছু কথাও বলেছেন।  স্বপ্নে জাকির এমন একটা দেশে হারিয়ে যায় যেখানের রাজা তার পোষা দুই সাপকে খাওয়াবার জন্য প্রতিদিন ২ জন প্রজার মাথা কাটে। ভাবতে গিয়ে দেখলাম যুগে যুগে দেশে দেশে এমনটাই হয়েছে, হচ্ছে। 
ছোট পরিসরের একটা উপন্যাসে অসাধারণ সাবলীলতায় এতকিছু বলেছেন আর বর্ননা করেছেন যে পুরোটা সময় মুগ্ধতায় ডুবে ছিলাম। ভক্ত হয়ে গেছি ওনার।
অনুবাদক সালেহ ফুয়াদের কথা বিশেষভাবে বলতে হয়। পুরো বইতে ভাষার উপর ওনার দক্ষতার প্রমাণ রেখেছেন বেশ ভালোভাবে।
বাস্তি পড়া শেষ করেছি সপ্তাখানেক কিন্তু এখনো জাকিরের জগতে ডুবে আছি। আপনাদেরও আমন্ত্রণ রইল।

Post a Comment

0 Comments