বাংলার লৌকিক দেবতা : গোপেন্দ্রকৃষ্ণ বসু Banglar Loukik Debota pdf download & Review

বাংলার লৌকিক দেবতা : গোপেন্দ্রকৃষ্ণ বসু Banglar Loukik Debota pdf download & Review

বই: বাংলার লৌকিক দেবতা 
লেখক: গোপেন্দ্রকৃষ্ণ বসু
প্রকাশনীর নাম: দেজ পাবলিশিং 
মূল্য: ₹২৫০

আমাদের বাংলা বৈচিত্র্যময় আর এই বাংলার নানাপ্রান্তে পূজিত হন বিভিন্ন লোকদেবতা, যাদের সম্পর্কে বাকি জায়গার মানুষের সাধারনত কোনো ধারনাই নেই। যেমন অনেকেই হয়ত জানেন না যে দক্ষিণ ২৪ পরগনায় পূজিত হন বাবা দক্ষিণ রায়, যিনি বাঘের দেবতা। আবার দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরে কুমিরের দেবতা হিসাবে পূজা পান কালু রায়। কিম্বা গোয়ালা শ্রেণীর মানুষেরা জাতধর্ম ব্যতিরেখে পূজা করেন মানিক পীরের। এইভাবেই কোথাও মা বাসলীর পূজা হয় তো কোথাও বাবাঠাকুরের।

এই বইতে এমন সব লোকদেবতাদের কথা, তাদের ইতিহাস, পূজা পদ্ধতি সবকিছু সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এমন অনেক তথ্য এখানে দেওয়া আছে, যা যেনে খুব ভালো লাগবে। একই দেবতা হিন্দুদের কাছে একরুপে পূজিত, মুসলমান ধর্মাবম্বীদের কাছে আরেকরুপে পূজিত, এমন সব তথ্যও পাবেন এই বইতে। ইতিমধ্যে এই বইটি ১৯৬৯ সালে অর্জন করেছে রবীন্দ্র পুরস্কার।

 তাই আমার মতে যারা বাংলার বিভিন্ন কোনায় পূজিত এইসব লোকদেবতাদের সম্পর্কে জানতে চান, তারা একবার এই বইটি পড়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।।

এইরকম আরোও কোনো বইয়ের সন্ধান আপনাদের জানা থাকলেও আপনারা আমায় জানতে পারেন। যদি সম্ভব হয় সেগুলি আমি তাহলে পড়ে দেখার চেষ্টা করবো।।

Post a Comment

0 Comments