বজ্র যোগীনী / বিমল কুমার লামা
প্রকাশকালঃ 2022
যারা বিমল বাবুর নুন চা পড়েছেন তারা জানেন যে একটু অন্য ধর্মী লেখা তিনি লিখে থাকেন। এই উপন্যাস টি এবারের পূজা বার্ষিকীর নিবেদন। আমরা যারা শহর কলকাতার বাসিন্দা যারা প্রাত্যহিক জীবনের নুন ভাত,কাজ,রাজ নীতি,খেলা নিদেন পখ্খে উইক এন্ড পার্টি করে দিন বহন করি তাদের থেকে অনেক দুরে এক সেচ্চা আচারি স্বাধীন মেয়ে রণিতাকে নিয়ে এই কাহিনির বিন্যাস।যে মেয়ে খুজে বেড়ায় আপন খবর মনের গোপন অলি গলির বন্ধ দরজা খুলে জীবন খোজার গানে।তাই তো সে একা 2 চলে যায় পরিচিত গণ্ডির বাইরে সুদূর উত্তরবঙ্গের সীমানা পেরিয়ে ভুটানের nishidhdha এক গ্রামে যেখানে তার জীবনের মানেই বদলে যায় এক অসহ্য ভয়ংকর তিব্বতি গুরুদ্রুক্পা র সন্ধানে।কর্মা আর লাচেন এই দুই পাহাড়ি পথ বন্ধুর সাথে এক গা ছমছমে ভূটান এর
আত্মার হাত থেকে নিজেদের রক্ষা করতে সারা গ্রামে পুরুষাঙ্গ এর প্রতীক ঝুলিয়ে রাখে।কে সেই নির্দেশ দিয়েছেন??
গুরু দ্রুক্পা।কেন?নাকি এটাই বিপন্নতার বিরুধ্ধে রুখে দাঁড়ানোর বল ভরসা।সভ্য সমাজে পালিত বিবাহিতা রণিতা যা গোপন যা একান্ত তার নির্মম নির্লজ্জ বহিঃপ্রকাশ এ হতবাক হয়ে যায।কিন্তু অদ্ভুত এক চিরন্তন টান অনুভব করে সেই গুরুর প্রতি।কেন?কিসের জন্য এক অমঘ টান,,,,গোপন বজ্র জোগী বিদ্যার অনুশীলন সমিতির কি আদর্শ ধারক সে??যেমন তন্ত্র বিদ্যার উপযুক্ত যোগীনীর লক্ষন কেউ কেউ বহন করে সর্ব অঙ্গে।তান্ত্রিক সাধক আপন ক্ষমতা বলে তাকে খুজে নেন তেমনি দ্রুক্পা ও কি তাকে খুজ্ছে???তাই কি সে হারিয়ে যেতে চায় সেই পথে যে আজান বন ছায়া পথে দ্রুক্পা টেনে নিয়ে গেছি লো ডাইনি আর অশুভ শক্তির আধার দের।রণিতা বোধহয় প্রকৃতির কন্যা তাই সে অনযসে নিমার সাথে ঝর্নার জলে জন্ম পোশাকে মেতে ওঠে জল অবগহনে।যেন সে তাদেরও একজন, বক্সি র মত নাকি কোনো রহস্যাবৃত সে।তাই কি দ্রুক্পা নিজেই আসে সাঙ্গে র মত নিয়ম হীন এক লামার রূপে।যার সাথে আ শরীরী উদ্দাম আবেগে রণিতা ভেসে যায় প্রত্যক্ষ করে অতীত রূপকথা যা সত্যের চেয়েও ভয়ংকর। সে ধীরে ধীরে বজ্র যোগীনী হয়ে ওঠে। দ্রুক্পা বীর্যে র প্রতীক,তার চাহিদা র নারী কে সে ছিনিয়ে নিতে জানে তাই কি সে যুগ যুগ ধরে নারীর আসক্তির কারন?তাই রনিতাও মানুষ সাঙ্গে সঙ্গ ছেড়ে ফিরে আসতে পারে যখন দ্রুক্পা নিজ রূপে রণিতা কে গ্রহন করে,দান করে নিজের উত্তর সুরীর বীজ। হয়তো ধুয়ে যাবে সব
এই নদীর জলে
শিহরণ থাকবে পাথরে
তুমি যে ওকে ছুয়ে ছিলে,,,,,
এভাবেই অন্তরালে রয়ে যায় অদেখা সমাজের ভিন্ন রূপ।রয়ে যায় রূপকথার লোককথা,অতি লৌকিক ছদ্মবেশে কোথাও।
0 Comments
আপনার মতামত লিখুন।