খ্যাপা খুঁজে খুঁজে ফেরে সায়ন্তনী পুততুন্ড Khapa Khuje Khuje Fere pdf download

খ্যাপা খুঁজে খুঁজে ফেরে সায়ন্তনী পুততুন্ড Khapa Khuje Khuje Fere pdf download

বই: খ্যাপা খুঁজে খুঁজে ফেরে
 সায়ন্তনী পুততুন্ড


বেশ কয়েকদিন আগেই শেষ করেছিলাম এই থ্রিলার উপন্যাসটি।এখানে ঘটনার সূত্রপাত একটা মানসিক হাসপাতাল থেকে।সব ঠিকঠাক চললেও হঠাৎ একদিন এক চিকিৎসক খুন হন। পুলিশও তদন্ত করে কুলকিনারা করতে পারছিল না।তার পরেই মাঠে নামেন অফিসার অধিরাজ ব্যানার্জী।আর তার সঙ্গী ছিলেন ডক্টর চ্যাটার্জী ও জুনিয়র অফিসার অর্নব। কিন্ত তদন্ত চলাকালীন আরও এক জন চিকিৎসক  খুন হন।  এর পর বহু মানসিক টানাপোড়েন এর পর এই রহস্যের সমাধান হয়। খুনি কে,খুনের উদ্দেশ্য কি , সবই এর পর এক এক করে প্রকাশ পায়।
আপনি যদি থ্রিলার পছন্দ করেন তবে আপনার এই বইটি অবশ্যই এক বার পড়া উচিত।  টানটান এই উপন্যাস আপনাকে শেষ পর্যন্ত পড়তেই হবে।

Post a Comment

0 Comments