সেনরাজার শাসন থেকে স্খলিত হয়ে যাচ্ছে দেশ, তুর্কী আক্রমণ অত্যাসন্ন। তবু সামন্ত-মহাসামন্তদের অত্যাচারের শেষ নেই। সেই অত্যাচার রুখে দাঁড়ায় কখনো অন্ত্যজেরা, কখনো বৌদ্ধেরা। শাসকদের বিশেষ রোষ তাই তাদের উপরেই। তাদেরই একজন প্রশ্ন করে: “দেখো, এই কি মানুষের জীবন? সুখ নেই, স্বস্তি নেই, গৃহ নেই, কেবলই প্রাণ নিয়ে পলায়ন করতে হচ্ছে - এর শেষ কোথায়? এ জীবন কি যাপন করা যায়? বলো, কতদিন এভাবে চলবে?” ইতিহাসের সেই প্রদোষকালের জটিল আবর্তে ঘূর্ণ্যমান কয়েকজন প্রাকৃত নরনারীর কাহিনী বিবৃত হয়েছে এই উপন্যাসে।
বইয়ের নামঃ প্রদোষে প্রাকৃতজন
লেখকঃ শওকত আলী
সাইজঃ ২৩ এমবি
পাতাঃ ১৯৭
or
বইগুলো সবাই পড়বে এটাই আমাদের উদ্দেশ্য। এখানে আমাদের ব্যক্তিগত বা ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমরা শুধু চেস্টা করেছি ইন্টারনেটের বিভিন্ন সাইট ও গ্রুপে ছড়িয়ে থাকা বইগুলো এক যায়গায় করার। আমরা কোন বই স্ক্যান ও সংরক্ষণ করি না।
বইটি ভালো লাগলে অবশ্যই একটি Hard Copy নিকটস্থ লাইব্রেরী থেকে সংগ্রহ করুন অথবা লেখক বা প্রকাশনা প্রতিষ্ঠানকে সৌজন্য মূল্য প্রদান করে সহযোগিতা করুন। লেখক/প্রকাশনার ক্ষতি আমাদের কাম্য নয়। যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান অসৎ উদ্দেশ্যে বই ডাউনলোড করে সংরক্ষণ করে এবং তা প্রস্তুত ও বিপণণ করে তবে তার দায়দায়িত্ব সংশ্লিষ্ট ডাউনলোডকারীর। কোনভাবেই সে দায় বই ডাউনলোড.কম গ্রহন করবে না। আমাদের সাইটে প্রকাশিত কোন বই নিয়ে সংশ্লিষ্ট প্রকাশক বা লেখকের আপত্তি থাকলে লিংকসহ info@boidownload.com এ ইমেইল করুন। যত দ্রুত সম্ভব বইটির লিংক মুছে ফেলা হবে। আরো জানতে ভিজিট করুন